নয়াদিল্লি, 24 অক্টোবর: প্রথম ম্য়াচে পরাজয়ের ধাক্কা সামলে জার্মানির বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্য়াচে সংহার মূর্তিতে ভারতীয় হকি দল ৷ প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ীদের গোলের মালা পরিয়ে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্য়াচ জিতল হরমনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি ৷ তবে নির্ণায়ক পেনাল্টি শুট-আউটে 1-3 ব্যবধানে হেরে সিরিজ খোয়াল ভারত ৷
প্রথম ম্য়াচে 0-2 হারের পর দ্বিতীয় ম্যাচে জার্মানিকে 5-3 গোলে হারাল অলিম্পিক্সে টানা দু'বারের ব্রোঞ্জজয়ীরা ৷ দু'দলই একটি করে ম্যাচ জেতায় ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুট-আউটে ৷ মেজর ধ্যাঁনচাদ স্টেডিয়ামে পেনাল্টি শুট-আউটে জার্মান গোলরক্ষকের বদান্যতায় সিরিজ হারতে হল 'মেন ইন ব্লু'কে ৷ এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে ভারতের ম্যাচ জয়ের নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন তিনি ৷
তবে দ্বিতীয় ম্যাচেও শুরুতে পিছিয়ে পড়েছিল ভারত ৷ ছ'মিনিটে এলিয়ান মাজকাউরের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে ভারত ৷ প্রথমার্ধে 0-1 গোলে পিছিয়ে থাকা ভারত ম্যাচে ফেরে তৃতীয় কোয়ার্টারে ৷ শিলানন্দ লাকরার পাস ধরে 34 মিনিটে 1-1 করেন সুখজিৎ ৷ এরপর তৃতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে ম্যাচ মুঠোয় পুরে নেয় অলিম্পিক্স ব্রোঞ্জজয়ীরা ৷ 42 ও 43 মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করে ভারতকে নিরাপদ ব্যবধান এনে দেন হরমনপ্রীত ৷ এরপর অভিষেকের ফিল্ড গোলে তৃতীয় কোয়ার্টার শেষ করে ভারত ৷
অন্তিম কোয়ার্টারের শুরুতে প্রতি-আক্রমণ থেকে পঞ্চম গোল তুলে নেয় ভারত ৷ সোলো রানে বিপক্ষ রক্ষণ ভেদ করে জিন ড্যানবার্গকে টপকে দুরন্ত গোল করে যান সুখজিৎ ৷ শেষদিকে জোড়া গোল হজম করতে হলেও ভারতের ম্য়াচ জয় আটকায়নি ৷ 5-3 গোলে জিতে ট্রফির ফয়সালা পেনাল্টি শুট-আউটে নিয়ে যায় ভারত ৷ তবে গোলরক্ষক কৃষাণ পাঠক শুট-আউটে জোড়া গোল আটকালেও শুট-আউটে মাত্র একটি গোল করতে সমর্থ হন ভারতের প্লেয়াররা ৷ পক্ষান্তরে তিন গোল করে সিরিজ নিজেদের নামে করে নেয় জার্মানি ৷ উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সের সেমিতে জার্মানির কাছেই হারতে হয়েছিল ভারতকে ৷