পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বছরভর টুর্নামেন্ট, আমূল বদলাচ্ছে দেশের ফুটবল ক্যালেন্ডার - Indian Football Calendar

Kalyan Chaubey on Indian Football: দেশের ঋতুবৈচিত্র্যের দিকে তাকিয়ে ফুটবল ক্যালেন্ডার সাজানো হয়েছে । এবার থেকে সারাবছর ধরে টুর্নামেন্টগুলি চালানোর ভাবনা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৷ জানালেন আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 10:51 PM IST

আমূল বদলাচ্ছে দেশের ফুটবল ক্যালেন্ডার

কলকাতা, 29 ফেব্রুয়ারি: কোনও মাস কিংবা দিনের গণ্ডিতে নয়, ফুটবলকে বছরভর চালু রাখার প্রচেষ্টায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এই পরিকল্পনার কথা জানান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে । তাঁর মতে, ভারতের মতো দেশে ঋতুবৈচিত্র্যের দিকে তাকিয়ে ফুটবল ক্যালেন্ডার সাজানো হয়েছে । যা পয়লা জুন থেকে শুরু হবে, শেষ হবে 30 মে ।

এই এক বছরের ক্যালেন্ডারে মে মাসের গরমে ফুটবলকে খোলা আকাশের নিচে না-করে ইনডোরে করার পক্ষপাতী ফেডারেশন । নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বিচ ফুটবল আয়োজনের ভাবনা রয়েছে । সন্তোষ ট্রফি বা অন্যান্য ফুটবল প্রতিযোগিতার মতো ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো দেশের বিভিন্ন শহরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে করতে চান বলে জানিয়েছেন ফেডারেশনের প্রেসিডেন্ট ।

সাম্প্রতিক সময়ে ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার প্রকাশের পর বাংলার ফুটবলে বিতর্ক তৈরি হয়েছে । কারণ, ক্যালেন্ডারে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড আয়োজনের জন্য কোনও সময় ধার্য করা হয়নি । ফলে আইএফএ, এই দু'টো মূল টুর্নামেন্ট ও বাংলার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত । বিষয়টি নিয়ে প্রশ্ন সামনে আসতেই এআইএফএফ প্রেসিডেন্ট সরাসরি কোনও উত্তর ওই দুই টুর্নামেন্টের নাম করে দেননি ।

কল্যাণ বলেন, "ফুটবল এখন এক বা দু’মাসের জন্য নয় । ফুটবল সারাবছরের । আমরা এমনও চেষ্টা করছি যে সুপার কাপকে সারা বছর ধরে আয়োজন করতে । সুপার কাপকে ফেডারেশন কাপের বিকল্প হিসেবে করতে চাইছি । আইএসএল, আই লিগ একই সঙ্গে চলবে । কোনও টুর্নামেন্ট শনি-রবিবার হল । কোনও টুর্নামেন্ট বৃহস্পতি ও শুক্রবার হল । আবার কোনও টুর্নামেন্ট মঙ্গল ও বুধবার হল । আমার মনে হয় আমাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যেখানে বিভিন্ন টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট সময় (মাস) বরাদ্দ । কলকাতার ক্লাবগুলো আগে ত্রিমুকুটের জন্য খেলতে যেত । সেই ভাবনা থেকে বেরিয়ে সারা বছর ধরে ফুটবল আয়োজনের পরিকল্পনা করেছি । আমাদের পুরনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ৷"

ফুটবল উন্নয়নে অ্যাকাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ । বিষয়টি নিয়ে বলতে গিয়ে ফেডারেশন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের মতো বড় দেশে চারটি অ্যাকাডেমি গড়ে ফুটবলের প্রতিভার অন্বেষণ সম্ভব নয় । তাই আরও কয়েকটি শহরে ফুটবল অ্যাকাডেমি তৈরির রূপরেখা সাজানো হয়েছে । সেই কাজে সাহায্য এবং পরামর্শ দিতে আর্সেন ওয়েঙ্গার ভারতে এসেছিলেন । 12-17 মার্চ আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বাধীন প্রতিনিধিরা তৃতীয়বারের জন্য আসছেন । ভুবনেশ্বরের মতো এই দেশের চার থেকে পাঁচটি জোনে অ্যাকাডেমি করা হবে বলে কল্যাণ চৌবে জানিয়েছেন ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details