পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথমবার আইসিসি টুর্নামেন্টে নামছে মার্কিন দল, চমকের প্রতিশ্রুতি - ICC T20 World Cup

ICC T20 World Cup: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ 2024 ৷ প্রথম ম্যাচে দুই দলে যে সকল ক্রিকেটাররা খেলবেন, তাঁদের অধিকাংশই প্রবাসী ৷ আরও নির্দিষ্ট করে বললে, প্রবাসী ভারতীয় ৷ এই দুই মিনি-ভারতের দ্বৈরথ চমকের প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্রের ৷

ETV BHARAT
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দল ৷ (ছবি- আইসিসি এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 8:59 PM IST

নিউইয়র্ক, 1 জুন: রবিবার থেকে শুরু হচ্ছে 2024-এর আইসিসি টি-20 বিশ্বকাপ ৷ প্রথম ম্যাচে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি কানাডা ৷ প্রথমবার কোনও অ্যাসোসিয়েট দেশ আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেছে ৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলা প্লেয়ারদের অধিকাংশই প্রবাসী ৷ সেখানেও সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় প্রবাসীদের ৷ রয়েছেন নিউজিল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ান-ডে ও টি-20 খেলা বাঁ-হাতি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ৷ এই ম্যাচে চমকের আশ্বাস দিয়েছে মার্কিন দল ৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে প্রমাণ করেছে যে, তাদের মোটেই হেলাফেলা করা যাবে না ৷ বাংলাদেশের পূর্ণ শক্তির দলকে 2-1 টি-20 আন্তর্জাতিকে হারিয়েছে তারা ৷ এমনকি প্রতিবেশী কানাডাকে 4-0 সিরিজ হারিয়েছে ৷ ফলে আগামিকালের ম্যাচে ফেভারিট দল হিসেবে মাঠে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 2015 বিশ্বকাপের রানার-আপ নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেন সদস্য কোরি অ্যান্ডারসনের উপর অবশ্য অনেকটা নির্ভর করছে এই দল ৷ উইকেট-কিপার ব্যাটার মোনানক প্যাটেল আমেরিকার অধিনায়ক ৷

মোনানক 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে, ভারতে গুজরাতের হয়ে বয়স-ভিত্তিক লিগে খেলেছেন ৷ 2018 সালে টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে আমেরিকার হয়ে সর্বাধিক 208 রান করেছিলেন ছয় ইনিংসে ৷ 2019 সালে টি-20 আন্তর্জাতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৷ এই দলে আরও বেশি কিছু পরিচিত নাম রয়েছে ৷ যারা কোনও সময় ভারতীয় ক্রিকেটে আইপিএল-এর মাধ্যমে নিজেদের নাম তৈরি করেছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম হরমিত সিং ৷ তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ৷

দিল্লির প্রাক্তন ক্রিকেটার তথা আরসিবি-তে খেলা মিলিন্দ কুমার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলেন এবং এই টি-20 বিশ্বকাপে আমেরিকার অন্যতম ভরসা ৷ পাশাপাশি, সৌরভ নেত্রাভালকার, অ্যারন জোন্স এবং ওপেনার স্টিভেন টেলর মার্কিন দলের ভরসা ৷ উল্লেখ্য, কানাডার প্রাক্তন ক্রিকেটার নীতীশ কুমার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন ৷ তিনি 2012 থেকে 2019 সাল পর্যন্ত কানাডার হয়ে খেলেন ৷ পরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে শুরু করেন এবং সেখানকার জাতীয় দলে যোগ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details