নিউইয়র্ক, 3 জুন:চলতি টি-20 বিশ্বকাপের জন্য সোমবার আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি ৷ কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থার ঘোষিত সেই প্রাইজ মানি এককথায় রেকর্ড ৷ 2024 যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য সবমিলিয়ে 11.25 মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করল আইসিসি, যা গত বিশ্বকাপ অর্থাৎ 2022 টি-20 বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ ৷
চলতি বিশ্বকাপে সেরার শিরোপা জিতবে যে দল, তাদের 2.45 মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দেবে আইসিসি, যা ভারতীয় মুদ্রায় 20.36 কোটি টাকা ৷ 2024 আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে 20 কোটি টাকা ৷ অর্থাৎ, টি-20 বিশ্বকাপে বিজয়ীদের জন্য বরাদ্দ অর্থ আইপিএলকেও ছাপিয়ে গেল ৷ 2022 বিশ্বকাপে বি জয়ী দলে সেখানে পেয়েছিল ভারতীয় মুদ্রায় 13 কোটি টাকা ৷ যদিও রানার্স দল যে মূল্যের আর্থিক পুরস্কার পাবে, তা অবশ্য আইপিএল'কে ছাপিয়ে যেতে পারেনি ৷