ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের সবটা দিতে চান বলে জানালেন ভিক্টর ভাসকুয়েজ কলকাতা, 9 ফেব্রুয়ারি: আইএসএল-এর দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দিয়েছেন 37 বছরের স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ ৷ আর শুরুতেই নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন তিনি ৷ এ দিন কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সাংবাদিক বৈঠকে এসেছিলেন তিনি ৷ সেখানেই ভাসকুয়েজ বলেন, "আমি এখানে তিন চার মাস ফুটবল খেলতে আসিনি ৷ মজা করার মানসিকতা নিয়েও আসিনি ৷ আমি আমার দলের জন্য ভালো কিছু করতে চাই ৷ যাতে দল প্লে-অফে পৌঁছায় এবং ভালো কিছু করতে সফল হয় ৷"
বোরহা হেরেরার বদলে দলে নেওয়া হয়েছে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থকে ৷ ইতিমধ্যে, ইস্টবেঙ্গল দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি ৷ তবে, পেটের সমস্যার জন্য আইএসএলের দলের সঙ্গে নামা হচ্ছিল না ৷ অবশেষে বৃহস্পতিবার ভিক্টর ভাসকুয়েজ অনুশীলনে নামলেন ৷ তাঁর নড়াচড়ায় কোনও জড়তা ধরা পড়েনি ৷ শনিবারের নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে কি না, এই প্রশ্নে ভিক্টর ভাসকুয়েস জানিয়েছেন, এই ব্যাপারে কোচের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ এবার সিদ্ধান্ত কুয়াদ্রাতের হাতে ৷
গত অক্টোবর মাসে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ৷ তারপর ফেব্রুয়ারি মাসে প্রতিযোগিতামূলক ম্যাচে নামার সুযোগ ৷ ফলে শারীরিক সক্ষমতা এবং নতুন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি রয়েছে ৷ প্রাথমিকভাবে বার্সেলোনার ঘরানায় ফুটবলার হিসেবে গড়ে ওঠা ভিক্টর ভাসকুয়েজ লাল-হলুদ জার্সিতে মেলে ধরতে মুখিয়ে ৷ তিনি শুধু খেলতে নয়, দলের তরুণ ফুটবলারদের পরিশালিত করার ক্ষেত্রেও ভূমিকা নিতে চান, তা জানিয়েছেন ৷ এই ব্যাপারে দলের অন্য বিদেশি ফুটবলারদের ভূমিকার প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷ সেই চেষ্টায় নিজেকেও জুড়তে চান ৷
ফুটবল বিশ্বের প্রথমসারির দেশের প্রতিনিধি ভিক্টর ৷ বার্সেলোনার ফুটবল-পাঠ যে তাঁকে ফুটবলার হিসেবে বেড়ে উঠতে এবং প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে তাও বলেছেন ৷ শুরুর দিকে ডেনমার্কের কিংবদন্তি মাইকেল লাউড্রপের ভক্ত ছিলেন ৷ তাঁর মতই দশ নম্বর জার্সি পড়ে গোল করতে ভালোবাসতেন ৷ পরবর্তী সময়ে অভিজ্ঞতা এবং নৈপুন্য বেড়েছে ৷ গোল করা ও করানোয় দক্ষ হয়েছেন ৷ বার্সেলোনার মূল দলে খেলেছেন ৷ সেখানে বুস্কেতস, জাভি, ইনিয়েস্তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতা ফুটবলবোধ উন্নত করেছে ৷ ফলে একাধিক দেশ ও কঠিন টুর্নামেন্টে খেলা সুযোগ হয়েছে তাঁর ৷ এবার ভারতে আইএসএলে খেলার সুযোগ ৷ যা নতুন চ্যালেঞ্জ বলে স্বীকার করছেন ভিক্টর ভাসকুয়েজ ৷
আরও পড়ুন:
- নজর টানছেন ভাসকুয়েজ, অনুশীলনে খাবরা; এবার জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
- ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং
- টেকনিক্যাল কমিটির রদবদল থেকে রোজের কাজ, বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন