পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইস্টবেঙ্গলে 3-4 মাসের জন্য মজা করতে আসেননি, অকপট ভাসকুয়েজ - ইস্টবেঙ্গল

Victor Vazquez: আইএসএল 2023-24 মরশুমের দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ ৷ অসুস্থতার কারণে গত কয়েকদিনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি ৷ তবে, গত দু’দিন ধরে ইস্টবেঙ্গলের সঙ্গে অনুশীলন করছেন ৷ জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে দীর্ঘসময় থাকতে এসেছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 12:35 PM IST

Updated : Feb 9, 2024, 1:42 PM IST

ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের সবটা দিতে চান বলে জানালেন ভিক্টর ভাসকুয়েজ

কলকাতা, 9 ফেব্রুয়ারি: আইএসএল-এর দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দিয়েছেন 37 বছরের স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ ৷ আর শুরুতেই নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন তিনি ৷ এ দিন কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সাংবাদিক বৈঠকে এসেছিলেন তিনি ৷ সেখানেই ভাসকুয়েজ বলেন, "আমি এখানে তিন চার মাস ফুটবল খেলতে আসিনি ৷ মজা করার মানসিকতা নিয়েও আসিনি ৷ আমি আমার দলের জন্য ভালো কিছু করতে চাই ৷ যাতে দল প্লে-অফে পৌঁছায় এবং ভালো কিছু করতে সফল হয় ৷"

বোরহা হেরেরার বদলে দলে নেওয়া হয়েছে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থকে ৷ ইতিমধ্যে, ইস্টবেঙ্গল দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি ৷ তবে, পেটের সমস্যার জন্য আইএসএলের দলের সঙ্গে নামা হচ্ছিল না ৷ অবশেষে বৃহস্পতিবার ভিক্টর ভাসকুয়েজ অনুশীলনে নামলেন ৷ তাঁর নড়াচড়ায় কোনও জড়তা ধরা পড়েনি ৷ শনিবারের নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে কি না, এই প্রশ্নে ভিক্টর ভাসকুয়েস জানিয়েছেন, এই ব্যাপারে কোচের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ এবার সিদ্ধান্ত কুয়াদ্রাতের হাতে ৷

গত অক্টোবর মাসে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ৷ তারপর ফেব্রুয়ারি মাসে প্রতিযোগিতামূলক ম্যাচে নামার সুযোগ ৷ ফলে শারীরিক সক্ষমতা এবং নতুন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি রয়েছে ৷ প্রাথমিকভাবে বার্সেলোনার ঘরানায় ফুটবলার হিসেবে গড়ে ওঠা ভিক্টর ভাসকুয়েজ লাল-হলুদ জার্সিতে মেলে ধরতে মুখিয়ে ৷ তিনি শুধু খেলতে নয়, দলের তরুণ ফুটবলারদের পরিশালিত করার ক্ষেত্রেও ভূমিকা নিতে চান, তা জানিয়েছেন ৷ এই ব্যাপারে দলের অন্য বিদেশি ফুটবলারদের ভূমিকার প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷ সেই চেষ্টায় নিজেকেও জুড়তে চান ৷

ফুটবল বিশ্বের প্রথমসারির দেশের প্রতিনিধি ভিক্টর ৷ বার্সেলোনার ফুটবল-পাঠ যে তাঁকে ফুটবলার হিসেবে বেড়ে উঠতে এবং প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে তাও বলেছেন ৷ শুরুর দিকে ডেনমার্কের কিংবদন্তি মাইকেল লাউড্রপের ভক্ত ছিলেন ৷ তাঁর মতই দশ নম্বর জার্সি পড়ে গোল করতে ভালোবাসতেন ৷ পরবর্তী সময়ে অভিজ্ঞতা এবং নৈপুন্য বেড়েছে ৷ গোল করা ও করানোয় দক্ষ হয়েছেন ৷ বার্সেলোনার মূল দলে খেলেছেন ৷ সেখানে বুস্কেতস, জাভি, ইনিয়েস্তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতা ফুটবলবোধ উন্নত করেছে ৷ ফলে একাধিক দেশ ও কঠিন টুর্নামেন্টে খেলা সুযোগ হয়েছে তাঁর ৷ এবার ভারতে আইএসএলে খেলার সুযোগ ৷ যা নতুন চ্যালেঞ্জ বলে স্বীকার করছেন ভিক্টর ভাসকুয়েজ ৷

আরও পড়ুন:

  1. নজর টানছেন ভাসকুয়েজ, অনুশীলনে খাবরা; এবার জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
  2. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং
  3. টেকনিক্যাল কমিটির রদবদল থেকে রোজের কাজ, বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
Last Updated : Feb 9, 2024, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details