সিডনি, 5 জানুয়ারি: 9 বছর 11 মাস 26 দিন ৷ 2015 সালের 10 জানুয়ারি বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া ৷ তারপর থেকে টানা চারবার BGT এসেছে ভারতে ৷ হতশ্রী পারফর্ম্যান্সে পঞ্চবাণ মারা হল না টিম ইন্ডিয়ার ৷ 10 বছর পর ফের বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিল অস্ট্রেলিয়া ৷
শেষ হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন ৷ সিডনি টেস্টে হেরে 3-1 ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ালো ভারত ৷ 6 উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ ভারতের দেওয়া 162 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধাক্কা খেতে হয়েছিল ৷ প্রসিদ্ধ কৃষ্ণার আগুনে স্পেলে ফিরেছিলেন স্যাম কনস্টাস, মার্নাস লাবুসেন ও স্টিভ স্মিথ ৷ উসমান খোয়াজাকে তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে টিম ইন্ডিয়ার হারের রাস্তা সুগম করে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার ৷