কলকাতা, 18 অক্টোবর: প্রথম চার ম্যাচ হেরে মানসিকভাবে তলানিতে এক দল ৷ অন্য দল গত ম্য়াচে মিনি ডার্বি জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পিয়েছে ৷ এমতাবস্থায় শনিবার আইএসএলের প্রথম বড় ম্য়াচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ৷ ডার্বিতেই চলতি আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে লাল-হলুদ, অন্যদিকে তৃতীয় ম্যাচ জিতে লিগ টেবিলে অবস্থান মজবুত করার লক্ষ্যে মোহনবাগান ৷ সেইসঙ্গে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত তকমাও ধরে রাখা লক্ষ্য হোসে মোলিনার ছেলেদের ৷
আইএসএলে হেড টু হেড: ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দু'দল ৷ এর মধ্যে সাতবারই জিতেছে সবুজ-মেরুন ৷ ড্র হয়েছে একটি ম্যাচ ৷ অর্থাৎ, আইএসএলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একবারও জিততে পারেনি ইস্টবেঙ্গল ৷ অর্থাৎ, শনিবার যখন প্রতিযোগিতায় প্রথম বড় ম্যাচ জিততে মুখিয়ে লাল-হলুদ ৷ তখন অপরাজিত তকমা ধরে রাখতে বদ্ধপরিকর মোহনবাগান ৷