পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুপার কাপ কি লালহলুদে সিভেরিওর ভবিষ্যত বদলে দেবে ? বেঙ্গালুরুতে চিঙ্গালসানা সিং - Chinglensana Singh

East Bengal May not Release Javier Siverio:দলবদলের বাজারে জাভিয়ের সিভেরিওকে নাও ছাড়তে পারে ইস্টবেঙ্গল ৷ সুপার কাপে স্প্যানিশ স্ট্রাইকার দূরন্ত পারফর্ম্যান্স করছেন ৷ 28 জানুয়ারি ওড়িশা এফসি-র বিরুদ্ধে ফাইনালেও যদি সমানভাবে দাপট দেখাতে পারেন, তাহলে নয়া বিদেশি স্ট্রাইকার নেওয়া ব্যাপারে পিছিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 12:43 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: হায়দরাবাদ এফসি ছেড়ে চিঙ্গালসানা সিং বেঙ্গালুরু এফসির পথে পা বাড়ালেন ৷ ভারতীয় দলের ডিফেন্ডারের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট মরিয়া ছিল ৷ আর্থিক প্রস্তাবও ছিল আকর্ষণীয় ৷ হায়দরাবাদ এফসির ডিফেন্ডারকে পেতে আগ্রহী ছিল চেন্নাইয়ন এফসিও ৷ কিন্তু, মোহনবাগান সুপার জায়ান্ট বা চেন্নাইয়িন এফসি নয়, সূত্রের খবর চিঙ্গালসানা বেঙ্গালুরু এফসির পক্ষে সই করেছেন ৷ বুধবার রাতেই তিনি সুনীল ছেত্রীদের হয়ে খেলার ব্যাপারে সম্মতি জানিয়ে দিয়েছেন ৷ সই সাবুদও করে ফেলেছেন বলে খবর ৷

ফেব্রুয়ারি থেকে পুরো দমে শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের আইএসএল ৷ চলতি মরশুমে বেঙ্গালুরু এফসি পয়েন্ট টেবিলে 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে নয় নম্বরে ৷ ফলে দ্বিতীয় পর্বের আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা ৷ এদিকে সুপার কাপের পারফরম্যান্স ইস্টবেঙ্গলে জাভিয়ের সিভেরিও টোরো সম্পর্কে ধীরে চলো নীতির দিকে এগিয়ে দিয়েছে ৷ ডুরাণ্ড কাপের পরে ফের গোলের মধ্যে স্প্যানিশ স্ট্রাইকার ৷ ফলে নতুন স্প্যানিশ স্ট্রাইকারকে দলে নেওয়ার ব্যাপারটি প্রায় চূড়ান্ত করে ফেললেও, নাকি থমকে দাঁড়াতে চাইছেন লাল-হলুদ রিক্রুটাররা ৷

28 জানুয়ারি সুপার কাপের ফাইনাল ৷ প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ কার্ড সমস্যা মিটিয়ে লাল হলুদ একাদশে ফিরছেন বোরহা হেরেরা ৷ চলতি মরশুমে দু’টি টুর্নামেন্টের ফাইনালে কার্লেস কুয়াদ্রাতের দল ৷ ডুরাণ্ড কাপ হাতছাড়া হয়েছে তাদের ৷ সুপার কাপে চার ম্যাচে অপরাজিত ৷ তাই বছরের প্রথম ট্রফি ঘরে তোলার পাশাপাশি আগামী মরশুমে এএফসি কাপে খেলার বিষয়টি নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল ৷ দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই সিটি এফসিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ওড়িশা ৷

তার আগে ফুটবলার পরিবর্তন নিয়ে কথা বলার চেয়ে কার্লেস কুয়াদ্রাত ফাইনাল নিয়ে ছক কষতেই বেশি আগ্রহী ৷ ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষকে মেপে নিতে দ্বিতীয় সেমিফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন তিনি ৷ আজ ভারতীয় দলের খেলা শেষ করে লালচুননুঙ্গা এবং মহেশ নওরেম সিং যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলের সঙ্গে ৷ তবে, দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ইস্টবেঙ্গল নতুন কোনও বিদেশিকে নিচ্ছে কিনা, তা নিয়ে আগ্রহের চোরা স্রোত রয়েছে ৷ ফাইনালে জাভিয়ের সিভেরিও যদি ফের জ্বলে ওঠেন, তাহলে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার নেওয়ার ব্যাপারটি শুধু জল্পনার স্তরে রয়ে যাবে ৷

আইএসএলে যোগ্যতা অর্জনে অনেকটাই এগিয়ে মহমেডান স্পোর্টিং ৷ আই লিগে সাদা-কালো শিবির খেতাবি দৌড়ে উপরের দিকে রয়েছে ৷ তারা যদি খেতাব ঘরে তোলে, তাহলে আইএসএলে খেলবে ৷ সেক্ষেত্রে বর্তমান লগ্নিকারী বাঙ্কার হিলস মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে থাকবে না ৷ নতুন লগ্নিকারীর লগ্নিতে দৌড়বে মহমেডান স্পোর্টিং ৷

আরও পড়ুন:

  1. আইএসএলের প্রথম ডার্বি 3 ফেব্রুয়ারি, ফিরতি বড়ম্যাচ 10 মার্চ
  2. অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ ইংরেজ ইনিংস
  3. সুপার কাপে নৌকাডুবি, বড় ম্যাচে মোহনবাগান 'বধ' ইস্টবেঙ্গলের

ABOUT THE AUTHOR

...view details