ভুবনেশ্বর, 29 ফেব্রুয়ারি: চলতি আইএসএলের দ্রুততম গোলের নজির গড়েও ইস্টবেঙ্গল পরাজয়ের অন্ধকারে । বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল 1-2 গোলে পরাজিত । পিভি বিষ্ণুর গোলে ইস্টবেঙ্গল ম্যাচের 38 সেকেন্ডের মাথায় এগিয়ে গিয়েছিল । কিন্তু চল্লিশ মিনিটে পেনাল্টি থেকে দিয়েগো মরিসিও এবং 61 মিনিটে রেবেলোর গোলে জয়ের কড়ি জোগাড় করে নেয় সের্জিয়ো লোবেরার ওড়িশা । এই জয়ের ফলে 35 পয়েন্ট নিয়ে এক নম্বরেই থাকলেন রয় কৃষ্ণারা ।
ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসির ফুটবল দ্বৈরথ মানেই চোখে চোখ রেখে উপভোগ্য লড়াই । আইএসএলের প্রথম পর্বে দু'দলের লড়াই ড্র হয়েছিল । সুপার কাপে ইস্টবেঙ্গল বাজিমাত করলেও ওড়িশা আইএসএলের ফিরতি লড়াইয়ে মধুর প্রতিশোধ নিল । প্রথম মিনিটে দর্শকরা যখন ঠিকভাবে বসতেও পারেননি তখনই এগিয়ে যায় ইস্টবেঙ্গল । পন্টিচের মাপা স্কুপ ধরে লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করেন পিভি বিষ্ণু । আশা জাগিয়ে শুরু করলেও ইস্টবেঙ্গল ম্যাচের রাশ তুলে নিতে ব্যর্থ । বরং প্রাথমিক ধাক্কার রেশ সরিয়ে খেলার নিয়ন্ত্রণ তুলে নেয় ওড়িশা ।
দিয়েগো মরিসিও-রয় কৃষ্ণা জুটি একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসতে থাকেন ইস্টবেঙ্গল বক্সে । কার্ড সমস্যা মিটিয়ে ওড়িশার মাঝমাঠে ফিরেছেন আহমেদ জাহু । তিনিও লাল-হলুদ আক্রমণ প্রতিহত করে একের পর আক্রমণ গড়তে থাকেন । কিন্তু পন্টিচের নেতৃত্বে ইস্টবেঙ্গল রক্ষণ ওড়িশার যাবতীয় আক্রমণ থামিয়ে দিচ্ছিল । কিন্তু প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারেনি । আক্রমণভাগে ক্লেইটন সিলভা বলের জোগানে ভুগলেন । ফেলিসিও ব্রাউন মাঠে আছেন বোঝা গেল জার্সি নম্বরে । মাঝমাঠে ভাসকুয়েজ আক্রমণের বল ঠেলতে ব্যর্থ । ফলে ওড়িশার কাজ আরও সহজ হয়ে গিয়েছিল ।