পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিষ্ণুর নজিরের দিনেও ফের হারের আঁধারে ইস্টবেঙ্গল, চাপ বাড়ল বাগানের - ওড়িশার কাছে হারল ইস্টবেঙ্গল

East Bengal in Indian Super League: 38 সেকেন্ডেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ৷ যদিও প্রাথমিক ধাক্কার রেশ সরিয়ে খেলার নিয়ন্ত্রণ তুলে নেয় ওড়িশা । সের্জিয়ো লোবেরার ছেলেরা জয় তুলে নেওয়ার মোহনবাগানের এক নম্বরে ওঠার কাজটা আরও খানিক কঠিন হল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 10:32 PM IST

ভুবনেশ্বর, 29 ফেব্রুয়ারি: চলতি আইএসএলের দ্রুততম গোলের নজির গড়েও ইস্টবেঙ্গল পরাজয়ের অন্ধকারে । বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল 1-2 গোলে পরাজিত । পিভি বিষ্ণুর গোলে ইস্টবেঙ্গল ম্যাচের 38 সেকেন্ডের মাথায় এগিয়ে গিয়েছিল । কিন্তু চল্লিশ মিনিটে পেনাল্টি থেকে দিয়েগো মরিসিও এবং 61 মিনিটে রেবেলোর গোলে জয়ের কড়ি জোগাড় করে নেয় সের্জিয়ো লোবেরার ওড়িশা । এই জয়ের ফলে 35 পয়েন্ট নিয়ে এক নম্বরেই থাকলেন রয় কৃষ্ণারা ।

ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসির ফুটবল দ্বৈরথ মানেই চোখে চোখ রেখে উপভোগ্য লড়াই । আইএসএলের প্রথম পর্বে দু'দলের লড়াই ড্র হয়েছিল । সুপার কাপে ইস্টবেঙ্গল বাজিমাত করলেও ওড়িশা আইএসএলের ফিরতি লড়াইয়ে মধুর প্রতিশোধ নিল । প্রথম মিনিটে দর্শকরা যখন ঠিকভাবে বসতেও পারেননি তখনই এগিয়ে যায় ইস্টবেঙ্গল । পন্টিচের মাপা স্কুপ ধরে লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করেন পিভি বিষ্ণু । আশা জাগিয়ে শুরু করলেও ইস্টবেঙ্গল ম্যাচের রাশ তুলে নিতে ব্যর্থ । বরং প্রাথমিক ধাক্কার রেশ সরিয়ে খেলার নিয়ন্ত্রণ তুলে নেয় ওড়িশা ।

দিয়েগো মরিসিও-রয় কৃষ্ণা জুটি একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসতে থাকেন ইস্টবেঙ্গল বক্সে । কার্ড সমস্যা মিটিয়ে ওড়িশার মাঝমাঠে ফিরেছেন আহমেদ জাহু । তিনিও লাল-হলুদ আক্রমণ প্রতিহত করে একের পর আক্রমণ গড়তে থাকেন । কিন্তু পন্টিচের নেতৃত্বে ইস্টবেঙ্গল রক্ষণ ওড়িশার যাবতীয় আক্রমণ থামিয়ে দিচ্ছিল । কিন্তু প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারেনি । আক্রমণভাগে ক্লেইটন সিলভা বলের জোগানে ভুগলেন । ফেলিসিও ব্রাউন মাঠে আছেন বোঝা গেল জার্সি নম্বরে । মাঝমাঠে ভাসকুয়েজ আক্রমণের বল ঠেলতে ব্যর্থ । ফলে ওড়িশার কাজ আরও সহজ হয়ে গিয়েছিল ।

40 মিনিটে রাকিপ বক্সের মধ্যে দিয়েগো মরিসিওকে জার্সি টেনে আটকাতে গিয়ে ফেলে দেন । রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তা থেকে গোল করতে ভুল করেননি মরিসিও । তবে রেফারির সিদ্ধান্তে ফের অখুশি কুয়াদ্রাত । বিরতির পরে নন্দকুমার এবং মহেশ নাওরেম সিংকে নামান প্রফেসরের ডেপুটি । তাঁরা যোগ দেওয়ার পরে ইস্টবেঙ্গলের আক্রমণে খানিক ঝাঁঝ বাড়ে । কিন্তু তা মুর্তাদা ফলের নেতৃত্বাধীন ওড়িশা রক্ষণকে ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না । 61 মিনিটে দ্বিতীয় গোল ওড়িশার । আহমেদ জাহুর কর্নার প্রিন্সটন রেবেলো জটলার মধ্যে থেকে গোলে পাঠান । এরপর ইস্টবেঙ্গল চাপ বাড়ালেও গোলের মুখ খুলতে ব্যর্থ ।

এই হারের ফলে ইস্টবেঙ্গল আইএসএলে টানা দু'টো জয় পেতে ব্যর্থ । আট নম্বরে আটকে থাকল পদ্মাপাড়ের ক্লাব । অন্যদিকে ওড়িশা টানা সাত ম্যাচে অপরাজিত । এই ম্যাচের দিকে চোখ ছিল মোহনবাগানেরও ৷ ওড়িশা জয় তুলে নেওয়ার হাবাসের ছেলেদের এক নম্বরে ওঠার কাজটা আরও খানিক কঠিন হল ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details