পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যুবভারতীতে দুরন্ত ফুটবলেও হার, ক্রেসপোর জাদুতেও জেতা হল না ইস্টবেঙ্গলের - East Bengal - EAST BENGAL

East Bengal in AFC Champions League 2: বেশ কয়েকবছর পরে এশিয়ান পর্যায়ের কোনও প্রতিযোগিতায় নামল লাল-হলুদ ব্রিগেড ৷ লড়াই করলেও তুর্কমেনিস্তানের অ্যাল্টিন অ্যাসারের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল ৷

East Bengal
জেতা হল না ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 9:06 PM IST

Updated : Aug 14, 2024, 9:27 PM IST

কলকাতা, 14 অগস্ট: দুর্দান্ত ইস্টবেঙ্গল ৷ দলগত সংহতি, একক শৈল্পিক প্রদর্শন ৷ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচে লাল-হলুদ বুঝিয়ে দিল, এই মরশুমে পুরো শক্তির দল পেলে তাদের রোখা একপ্রকার অসম্ভব ৷ 3-2 গোলে তুর্কমেনিস্তানের অ্যাল্টিন অ্যাসারের কাছে হারতে হলেও, ইস্টবেঙ্গলের 90 মিনিটের প্রদর্শন সমর্থকদের মুখে হাসি ফোঁটাবে ৷

পাঁচ মিনিটে ডেভিডের গোলে এগিয়ে যাওয়ার মনে হয়নি ইস্টবেঙ্গল এফসি সমস্যায় পড়তে পারে । এএফসি কাপের খেলা দেখতে আসা হাজার তিরিশ দর্শক তখন আর্ন্তজাতিক পর্যায়ে ইস্টবেঙ্গলের ভালো পারফরম্যান্সের পুনরাবৃত্তির আশায় মশগুল ৷ কিন্তু প্রথমে গোল করার সুবিধা ধরে রাখতে যে চাপ বজায় রাখা দরকার ছিল, তা লাল-হলুদ ফুটবলাররা করতে পারেননি । ফলে তুর্কমেনিস্তানের দলটি পিছিয়ে পড়ার ধাক্কা সামলে রাশ তুলে নেয় ৷

ফলশ্রুতিতে 17 মিনিটে সমতায় ফেরে । ইস্টবেঙ্গল রক্ষণের অফসাইডের ফাঁদ এড়িয়ে সমতায় ফেরান মাইরাত অ্যানায়েউ । এর আগে মায়াত্রাদিয়েভের দুরপাল্লার জোরালো শট বাঁচান প্রোভসুখন গিল ৷ এই সময় ম্যাচের রাশ পুরোটাই তুর্কমেনিস্তানের পায়ে ৷ 27 মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল নুরমুরাদভের ৷ এক গোলে এগিয়ে থাকা অবস্থা থেকে দু’গোলে পিছিয়ে পড়ার ধাক্কা । জয়ের প্রত্যাশায় ভিড় জমানো সমর্থকরা চুপ। বারবার প্রতি আক্রমণে এসে লাল-হলুদ রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেলছিল তুর্কমেনিস্তানের ক্লাব দলটি ৷

বিরতির পরে দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়ামান্তোকোসকে নামান কুয়াদ্রাত ৷ ফলে প্রতিপক্ষের কড়া পাহারায় থাকা মাদিহ তালাল নড়াচড়ার সুযোগ পেতে থাকেন ৷ আক্রমণে ঝাঁঝ বাড়ে ইস্টবেঙ্গলের ৷ কিন্তু খেলার গতির বিপরীতে ফের এগিয়ে যায় তুর্কমেনিস্তানের দলটি ৷ ফের গোল অ্যানায়েউয়ের ৷ মরিয়া হয়ে চাপ বাড়াতে ক্লেইটন সিলভাকে নামান কুয়াদ্রাত ৷ 59 মিনিটে একক কৃতিত্বে চার ফুটবলারকে কাটিয়ে ব্যবধান কমান সউল ক্রেসপো ৷ এই সময় হারের শঙ্কায় তুর্কমেনিস্তানের পুরো দলই নিজেদের অর্ধে । কিন্তু চাপ বাড়িয়েও শেষরক্ষা হল না ৷ আশি মিনিটে ক্লেইটন গোল করলেও তা গোলরক্ষককে ফাউল করার জন্য বাতিল হয়ে যায় । তার আগেই আত্মঘাতী গোল হজম করা থেকে বেঁচে যায় তুর্কমেনিস্তানের দলটি ৷

তুর্কমেনিস্তানের ক্লাব দল অ্যাল্টিন অ্যাসারকে মাঠে সামলানোর অভিজ্ঞতা কোচ কার্লেস কুয়াদ্রাতের ছিল ৷ বেঙ্গালুরু এফসি-র কোচ থাকাকালীন এই দলের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়েছিলেন কুয়াদ্রাত ৷ অতীত থেকে শিক্ষা নিলেও ফল বদলাতে পারলেন না লাল-হলুদের হেডস্যর ৷ এই হারের ফলে এএফসি কাপের টায়ার টু কোয়ালিফায়ার থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল । এবার তারা এএফসি কাপ টায়ার থ্রি’তে খেলবে ৷

Last Updated : Aug 14, 2024, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details