কলকাতা, 10 মে: শক্তিশালী দল গড়ার আশ্বাস মিলল ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থার বৈঠকে। ঘণ্টা দু'য়েকের আলোচনার শেষে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং লগ্নিকারী সংস্থার কর্তা মণীশ গোয়েঙ্কা বলেন, "বাজেটের পরিমাণ বৃদ্ধির চেয়ে শক্তিশালী দল গড়ার ওপর মনোযোগ দিতে চান। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কোচ কার্লেস কুয়াদ্রাতের তালিকা অনুসারেই ফুটবলার নেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু নিয়মের বাধা নিষেধ থাকায় ফুটবলারদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত জানিয়েছেন, বেশ কিছু ফুটবলারকে নেওয়া হয়েছে। আরও চার, পাঁচ জনকে নেওয়া হবে। সেই নামগুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতীয় ব্রিগেড তৈরি। একজন করে ভারতীয় মিডফিল্ডার, সাইডব্যাক, সেন্ট্রাল ডিফেন্ডার নেওয়ার কাজ চলছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দলগঠন সম্পূর্ণ হয়ে যাবে বলে মিটিং শেষে জানানো হয়েছে। দলের বিদেশি ফুটবলারদের মধ্যেও বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
এএফসি কাপের খেলা রয়েছে। ফলে শক্তিশালী দল গঠনের যৌক্তিকতা লগ্নিকারী সংস্থা বুঝতে পেরেছে বলে দুই পক্ষ থেকেই দাবি করা হয়েছে। সেক্ষেত্রে অর্থ প্রতিবন্ধক হবে না-বলে আশ্বাস মিলেছে। নতুন মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবকে ভালো জায়গায় দেখাই লক্ষ্য বলে আশ্বস্ত করা হয়েছে।দেবব্রত বলেন, "আগামী বছর দল যাতে ভালো জায়গায় পৌঁছতে পারে সেই নিয়ে আলোচনা হয়েছে। আমরা সঠিক পথে এগোচ্ছি। ভালো দল গড়ার চেষ্টা করা হচ্ছে। তবে ম্যাচের দিন যে ভাল খেলবে, সে-ই জিতবে।
দলের প্রাক মরশুম প্রস্তুতি বিদেশে হবে বলেও শোনা গিয়েছিল। এই ব্যাপারে কোনও নিশ্চয়তা মিটিংয়ে মেলেনি। কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে কথা বলে যাবতীয় দলগঠন হচ্ছে বলে মিটিং শেষে দেবব্রত সরকার জানিয়েছেন। এককথায় বহুচর্চিত ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং শেষে প্রাপ্তি 'আশ্বাস'।
আরও পড়ুন:
- বড় বাজেটের দল গড়তে শুরু আলোচনা, ব্যর্থতা মুছতে মরিয়া ইস্টবেঙ্গল
- শেষ মুহূর্তের রিয়াল-নামা, জোসেলুর জাদুতে ইতিহাসের সামনে 'লস ব্ল্যাঙ্কোস'
- আচমকাই জনসমক্ষে মারাদোনার খোয়া যাওয়া 'গোল্ডেন বল'