কলকাতা, 13 জুলাই: শতবর্ষের প্রথম ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে 2-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের গোলদাতা পিভি বিষ্ণু ও জেসিন টিকে । 77 মিনিটে নিজেদের ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। দশজনের ইস্টবেঙ্গলকে পেয়ে ব্যবধান কমালেও ফলাফল নিজেদের দখলে আনতে পারেনি সবুজ-মেরুন ৷ সেইসঙ্গে চলতি লিগে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল বিনো জর্জের ছেলেরা ৷
চলতি কলকাতা লিগে তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গল সবচেয়ে গোছানো। তার জন্য কৃতিত্ব দিতে হবে কোচ বিনো জর্জকে। দেশের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে নিয়ে এসে লাল হলুদের ডেভলপমেন্ট দলে খেলাচ্ছেন। যা সাপ্লাই লাইন হয়ে উঠছে সিনিয়র দলের। প্রথমার্ধে যদিও এদিন কোনও গোল হয়নি। তবে দাপট ছিল ইস্টবেঙ্গলেরই। দুই মিনিটে তন্ময় ঘোষ সহজ সুযোগ নষ্ট করেন। এরপর সহজ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন পিভি বিষ্ণু।