চেন্নাই, 1 মে: রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতরান সত্ত্বেও পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে বড় রান করতে ব্যর্থ চেন্নাই ৷ সৌজন্যে হরপ্রীত ব্রার, রাহুল চাহারদের নিয়ন্ত্রিত বোলিং ৷ প্রীতির দলের বোলারদের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে প্রথমে ব্যাট করে 7 উইকেট মাত্র 162 রান ইয়েলো ব্রিগেডের ৷
যদিও টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে শুরুটা এদিন মন্দ করেননি চেন্নাইয়ের দুই ওপেনার ৷ 8 ওভারে বিনা উইকেটে 60 রানের গণ্ডি পেরনো চেন্নাই আচমকা খেই হারায় দ্রুত তিন উইকেট হারিয়ে ৷ 29 রানে ফেরেন অজিঙ্কা রাহানে ৷ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া শিবম দুবে করেন শূন্য, জাদেজা ফেরেন 2 রানে ৷ সমীর রিজভিকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক গায়কোয়াড় ৷ রিজভি 21 রানে ফিরলেও অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷
5টি চার 2টি ছয়ে শেষমেশ 48 বলে 62 রান করে আউট হন গায়কোয়াড় ৷ মইন আলি করেন 9 বলে 15 ৷ শেষদিকে ধোনির 11 বলে 14 রান দলের দেড়শোর গণ্ডি পার করতে সাহায্য করে ৷ ইনিংসের শেষ বলে রান-আউট হন প্রাক্তন অধিনায়ক ৷
পঞ্জাবের হয়ে বল হাতে সবচেয়ে সফল রাহুল চাহার 2 উইকেট নেন মাত্র 16 রান দিয়ে (4 ওভার) ৷ 17 রান দিয়ে 2 উইকেট নেন ব্রার ৷ একটি উইকেট পেলেও মার্জিত বোলিং কাগিসো রাবাদার ৷ 4 ওভারে মাত্র 23 রান খরচ করেন প্রোটিয়া পেসার ৷ তবে একটি উইকেট পেলেও 52 রান খরচ করেন আর্শদীপ সিং ৷ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার পরদিন বাঁ-হাতি পেসারের যথেচ্ছে রান খরচের বিষয়টি যথেষ্ট চিন্তার রাখবে নির্বাচকদের ৷
আরও পড়ুন:
- ক্যাপ্টেন 4, ডেপুটি 0 ! বিশ্বকাপে ‘ব্রাত্য’ রাহুলে মাত মুম্বই
- আর্চারকে ফিরিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপের দলঘোষণা ইংরেজদের