পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দু'বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনহোকে সই করাল চেন্নাইয়িন - Chennaiyin FC

Chennaiyin FC: 2024-25 মরশুমের আগে নিজেদের রক্ষণভাগকে আরও মজবুত করার কাজ শুরু করেছে চেন্নাইয়ন এফসি ৷ সেই লক্ষ্যে ব্রাজিলিয়ান এলসন জোস ডিয়াস জুনিয়রকে সই করিয়েছে মারিনা মাচানস ৷ দুই মরশুমের জন্য তাঁকে সই করানো হয়েছে ৷

ETV BHARAT
ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনহোকে সই করাল চেন্নাইয়ন এফসি ৷ (ছবি- এএনআই)

By ANI

Published : Jun 5, 2024, 3:57 PM IST

চেন্নাই, 5 জুন: চেন্নাইয়িন এফসি আগামী দুই মরশুমের জন্য আইএসএল অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসন হোসে ডায়াস জুনিয়রকে সই করিয়েছে ৷ বুধবার চেন্নাইয়িন এফসি'র তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ যদিও, ব্রাজিলিয়ান ফুটবলে এলসন হোসে ডায়াস জুনিয়র ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিত 'এলসিনহো' নামে ৷ 2026 সাল পর্যন্ত দু’বার আইএসএল খেতাব জয়ী ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ৷ 2024-25 মরশুম শুরুর আগে এই নিয়ে দ্বিতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলল 'মারিন মাচান'রা ৷ এর আগে ভারতীয় মিডফিল্ডার জীতেন্দ্র সিংকে সই করানো হয় ক্লাবের তরফে ৷

33 বছরের এলসিনহোর গত কয়েক মরশুমে ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো ৷ সেই দেখেই চেন্নাইয়িন এফসি কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে সই করিয়েছে ৷ চেন্নাইয়ের রক্ষণকে মজবুত করতে আগামী মরশুমে রেয়ান এডওয়ার্ডসের সঙ্গে কাজ করবেন তিনি ৷ চেন্নাইয়িনের হেড-কোচ ওয়েন কোয়েল বলেন, "শুধু ডিফেন্সে নন ৷ এলসিনহো সেন্টার ব্যাক এবং সেখান থেকে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতেও সমানভাবে দক্ষ ৷ সমান দক্ষতায় এই তিনটি পজিশনে খেলতে সিদ্ধহস্ত ব্রাজিলিয়ান ৷ আমাদের বিদেশি ফুটবলারদের তালিকায় এলসিনহো দারুণ সংযোজন ৷"

ডিফেন্সের পাশাপাশি, সেন্টার ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারাটা, চেন্নাইয়িন এসফি'কে বাড়তি সাহায্য করবে ৷ বিশেষত, স্ট্র্যাটেজি তৈরির ক্ষেত্রে ৷ ওয়েন কয়েলের কথায়, ম্যাচের মাঝে প্রতিপক্ষকে দোলাচলে ফেলতে এলসিনহোর এই দক্ষতাকে তাঁরা কাজে লাগাবেন ৷ তবে, সবসময় নয়, প্রয়োজন বুঝে ৷ প্রতিপক্ষকে চাপে ফেলতে, সময়ে সময়ে ডিফেন্স থেকে কখনও সেন্ট্রাল মিডফিল্ড, তো কখনো সেন্টার ব্যাকে উঠে প্রেসিং ফুটবল খেলতে পারবে চেন্নাইয়িন ৷ তবে, পুরোটাই নির্ভর করবে, ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষের উপর নির্ভর করে ৷

এলসিনহো বলেন, "কোচ প্রথমে আমার কাছে এসেছিলেন ৷ তিনি আমার খেলা ও তার ধরনের প্রতি আগ্রহ দেখিয়েছেন ৷ আমি নিজেও একটি চ্যাম্পিয়ন দলের হয়ে নিজের সেরাটা দিতে পারব ভেবে খুব ভালো লাগছে ৷ আমার চেন্নাইয়িন এফসি'তে আসাটা একটা বার্তা প্রতিপক্ষ দলগুলির কাছে ৷" উল্লেখ্য, 2014 সালে ক্লাব এসপোর্তিভো নাভিরাইয়েনসের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেছিলেন ৷ ফুটবল কেরিয়ারে এখনও পর্যন্ত 214 ম্যাচ খেলেছেন এলসিনহো ৷ ডিফেন্ডার হিসেবে খেললেও 15টি গোল ও 2টি অ্যাসিস্ট রয়েছে এই ব্রাজিলিয়ানের নামে ৷

ABOUT THE AUTHOR

...view details