পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘরের মাঠে রাজা 'রুতু', অধিনায়কের সেঞ্চুরিতে লড়াকু রান তুলল চেন্নাই - IPL 2024 - IPL 2024

CSK vs LSG: টস হেরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের সিদ্ধান্তে চেন্নাই ব্যাট করতে নেমেছিল ৷ অধিনায়ক রুতুরাজের ব্যাট চলল অনবদ্য ! 108 রানের ঝোড়ো ইনিংসেই ইয়েলো জার্সিরা প্রতিপক্ষকে বাঁধলেন লড়াকু রানে ৷ সেইসঙ্গে ক্যাপ্টেনকে সঙ্গ দিলেন শিবম দুবে ৷ গড়লেন নজিরও ৷ প্রথমে ব্যাট করে লখনউকে 211 রানের টার্গেট দিলেন ধোনি ব্রিগেড ৷

CSK vs LSG
ঘরের মাঠে রাজা 'রুতু', অধিনায়কের সেঞ্চুরিতে লড়াকু রান তুলল চেন্নাই

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 10:39 PM IST

চেন্নাই, 23 এপ্রিল:ঘরের মাঠে আজ 'রাজা' রতু ৷ কাঁধে আবার দায়িত্ব রয়েছে অধিনায়কের ৷ কেউ খেলতে না-পারলেও 108 রানের ঝোড়ো ইনিংস খেলে ক্যাপ্টেনের দায়িত্ব দেখিয়ে দিলেন তরুণ ব্যাটার রুতুরাজ গাডয়কোয়াড় ৷ বাকিরা রান করতে না পারলেও এক দিকে টিকেছিলেন রুতুরাজ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করছিলেন তিনি। হাওয়ায় না খেলে মাটিতে বেশি শট খেলছিলেন দলের অধিনায়ক । 60 বলে 108 রানের রুতুরাজের ইনিংস সাজানো ছিল 12টা চার আর 3টে ছ'য়ে ৷ সেইসঙ্গে এদিন দাপট দেখান শিবম দুবে ৷ অর্ধশতরান করেন তিনিও ৷ 27 বলে 66 রান করে আউট হন তিনি ৷ প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের স্কোর হয় 210-4 ৷

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস । ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। আজ রুতুরাজ ও শিবম ছাড়া কোনও ব্যাটরই এদিন 11-র গণ্ডি টপকাতে পারেননি ৷ তবে এই ম্যাচেই রের্কড গড়েন শিবম দুবে ৷ সিএসকে'র জার্সিতে 1000 রান করে নয়া মাইলফলক গড়েন তরুণ ব্যাটার ৷ আজকের ম্যাচে রাচিন রবীন্দ্রকে খেলায়নি চেন্নাই । সেই কারণে অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নামেন রুতুরাজ । একটা সময় মনে হয়, 160-70 রানের বেশি হবে না চেন্নাইয়ের। কিন্তু রুতুরাজ ও শিবমের জুটি দলকে এগিয়ে নিয়ে যান।

লখনউয়ের পেসাররা চাপে পড়ে বাজে বল করছিলেন। তাতেই রক্ষে! নয়তো লড়াকু রানে পৌঁছতে পারত না ইয়েলো ব্রিগেড ৷ ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন ঋতু-শিবম জুটি ৷ মাত্র এক বল ব্যাট করার সুযোগ পান এমএস ধোনি, আর তাতেই চার মারেন তিনি । 60 বলে 108 রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে, ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর একটি করে উইকেট নেন ৷ শিবম দুবেকে রান আউট করেন কুইন্টন ডি'কক ও মার্কাস স্টোয়ানিস ৷

আরও পড়ুন:

  1. নজর প্লে-অফে, ফিরতি লেগে লখনউয়ের বিরুদ্ধে বদলার খোঁজে চেন্নাই
  2. শতরানে 'যশস্বী' জয়সওয়াল, রোহিতদের হারিয়ে মগডালে অবস্থান মজবুত করল রয়্যালস
  3. চলল তিলক-নেহালের ব্যাট, মুম্বইকে হারাতে রাজস্থানের চাই 179 রান

ABOUT THE AUTHOR

...view details