চেন্নাই, 12 মে: গুজরাতের কাছে হারের পর সম্ভাবনাটা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল ৷ রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে লিগের উপরের দিকে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের প্লে-অফের সম্ভাবনা জোরালো করল চেন্নাই সুপার কিংস ৷ জয় দিয়ে ঘরের মাঠে প্রত্যাবর্তন করল ইয়েলো ব্রিগেড ৷ অধিনায়কের ব্যাটে রাজস্থান রয়্য়ালসকে 5 উইকেটে হারাল তারা ৷
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ তবে চেন্নাই বোলারদের সামনে একমাত্র রিয়ান পরাগ ছাড়া সেভাবে মাথা তুলতে পারেনি কোনও রয়্যালস ব্যাটার ৷ ব্যর্থ দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের থেকে আসে যথাক্রমে আসে 24 ও 21 রান ৷ পরবর্তীতে 35 বলে 47 রানে অপরাজিত থেকে দলের রান দেড়শোর দোরগোড়ায় নিয়ে যান পরাগ ৷ তিনি মারেন 3টি ছয় এবং 1টি চার ৷ শেষমেশ 20 ওভারে 5 উইকেট হারিয়ে 141 রান তোলে রয়্যালস ৷
রাজস্থানের দুই ওপেনার এবং অধিনায়ককে ফিরিয়ে বল হাতে চেন্নাইয়ের নায়ক সিমরজিৎ সিং ৷ এছাড়া দু'টি উইকেট নেন তুষার দেশপাণ্ডে ৷ জবাবে রান তাড়া করতে নেমে একবারের জন্যও মনে হয়নি চেন্নাইয়ের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যেতে পারে ৷ রাচিন রবীন্দ্র (18 বলে 27), ডারিল মিচেল (13 বলে 22) ঝোড়ো ব্যাট করে আউট হলেও অধিনায়কোচিত ইনিংসে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ৷ শিবম দুবের ইনিংসও লম্বা হয়নি এদিন ৷ জাদেজা 5 রানে ফেরেন ইচ্ছাকৃত ফিল্ডিংয়ে বাধা দিয়ে ৷
তবে রুতুরাজের 41 বলে অপরাজিত 42 সব অভাব পুষিয়ে দেয় চেন্নাইয়ের জন্য ৷ 10 বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে তিনে পৌঁছে গেল চেন্নাই ৷ 13 ম্যাচে তাদের পয়েন্ট 14 ৷ অন্যদিকে ম্যাচে হেরে প্লে-অফ দীর্ঘায়িত হল রয়্যালসের জন্য ৷ আজ জিতলেই তা নিশ্চিত ছিল ৷
আরও পড়ুন:
- নভেম্বরে ক্যাঙারুর দেশে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন শামির!
- ওয়াংখেড়ের পর ইডেনেও মুম্বই 'বধ' নাইটদের, প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই কেকেআরের