কলকাতা, 28 নভেম্বর:উত্তেজনা বাড়ছে বিওএ’র নির্বাচনকে ঘিরে । হেমন্তের ময়দানে হিমের আমেজি আবহাওয়া নয় । গনগনে উত্তাপ এখন ময়দান জুড়ে ।
শুক্রবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে । সকাল দশটা থেকে প্রস্তুতি শুরু । সাড়ে এগারোটা থেকে ভোট পর্ব শুরু হবে । চার বছর আগে এই নির্বাচনকে ঘিরে যথেষ্টই উন্মাদনা ছিল । বিশেষ করে সভাপতি পদের লড়াইকে ঘিরে । সেই পদে মুখ্যমন্ত্রীর দাদা ও ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল গোটা ময়দান । দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ।
এবারের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না-থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা একইভাবে অব্যহত । ভাবা গিয়েছিল, এবারে যেহেতু অজিত বন্দ্যোপাধ্যায় নেই, সেক্ষেত্রে স্বপন বন্দ্যোপাধ্যায়ের জয় সহজ হবে । কিন্তু এবারে স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়েছেন ওয়েট লিফটিং কর্তা চন্দন রায়চৌধুরী । শোনা যাচ্ছে, জয়ের বিষয়ে স্বপনের মতোই তিনিও আত্মবিশ্বাসী । যা ভাবাচ্ছে গতবারের বিজয়ী সভাপতিকেও । স্বপন বলছেন, তিনি জিতবেন । চন্দন রায়চৌধুরী শিবির বলছে, অন্তত চল্লিশটি ভোট তাঁদের দিকে নিশ্চিত । গতবারে যিনি সভাপতির পদে লড়াই করেছিলেন সেই অজিত বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনে রিটার্নিং অফিসারের ভূমিকায় ।
শুধু লড়াই সভাপতির পদেই নয়, সাধারণ সচিব পদে খোখো কর্তা কল্যাণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন বাস্কেটবলের জহর দাস । গতবছর স্বপন বন্দ্যোপাধ্যায় শিবিরে থাকলেও জহর দাস এবার চন্দন রায়চৌধুরীর শিবিরে । জহর দাস বলেন, “আমি শিবির বদল করেছি । গত চারবছর আমি কাজ করতে পারিনি । আয়কর দিতে হয়েছে ন’লক্ষ টাকা । অথচ এই টাকাগুলো অনুমোদিত সংস্থার মধ্যে দেওয়া যেত । ছোট ছোট খেলার সংস্থা । অর্থ কষ্টে থাকে । ওদের অর্থের সংস্থান যদি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন না করে, কে করবে ? যে সরকারে থাকে তার সঙ্গে সখ্যতা না থাকলে চালানো যায় না ৷”
লড়াই একেবারেই নেই কোষাধ্যক্ষ পদে । মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার । সময়সীমার মধ্যে কোষাধ্যক্ষ পদে একমাত্র অ্যাথলেটিক্স কর্তা কমল মৈত্রই মনোনয়ন জমা করেছিলেন । সেই মতো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন । যদিও সভাপতির পদের মতোই লড়াই হবে সহ-সভাপতি পদেও । এবার আইএফএ থেকে ভোট দিতে যাচ্ছেন না সচিব অনির্বাণ দত্ত । রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে ভোট দেবেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস । মোট 14টি পদের জন্য 36টি অ্যাসোসিয়েশনের 68 জন প্রতিনিধি ভোট দেবেন বিওএ নির্বাচনে । এরমধ্যে একটি পদ সভাপতির, সহ-সভাপতির জন্য সাতটি পদ, সচিব 1টি, কোষাধ্যক্ষ 1টি, যুগ্ম সচিব চারটি ।
সহ-সভাপতি পদের লড়াইতেও টানটান উত্তেজনা । ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দেও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পদের জন্য । সাতজন সহ-সভাপতির পদের জন্য মনোনয়ন জমা পড়েছে 11 জনের । মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ছিল । আশা করা গিয়েছিল, বেশ কয়েকজন কর্তাই প্রত্যাহার করে নেবেন মনোনয়ন । কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে কোনও পদ থেকেই মনোনয়ন প্রত্যাহার করা হয়নি । স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ছে এই নির্বাচনকে ঘিরে । চাপা টেনশন রয়েছে দু’পক্ষেরই ।