পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মরুদেশে চূর্ণ রিয়াল, চিরপ্রতিদ্বন্দ্বীদের পাঁচ গোল দিয়ে সুপার কাপ বার্সার - BARCELONA BEAT REAL MADRID

সৌদি আরবে দর্পচূর্ণ রিয়াল মাদ্রিদের ৷ পিছিয় পড়েও চিরপ্রতিদ্বন্দ্বীদের পাঁচ গোল দিয়ে খেতাব জিতল বার্সেলোনা ৷

BARCELONA BEAT REAL MADRID
সুপার কাপ জিতল বার্সা (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jan 13, 2025, 1:01 PM IST

Updated : Jan 13, 2025, 1:23 PM IST

রিয়াধ, 13 জানুয়ারি: ঘরোয়া লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ৷ শেষ পাঁচ ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে ৷ লিগের শুরুর দিকে শীর্ষে থাকলেও বর্তমানে পয়েন্ট খুইয়ে তিন নম্বরে বার্সেলোনা ৷ কিন্তু ঘরোয়া লিগে খারাপ পারফরম্যান্সের মধ্যেই ট্রফি এল কাতালান ক্লাবে ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৷ সৌদির মাটিতে এল ক্লাসিকোয় 5-2 গোলে জিতে 15 বারের জন্য স্প্যানিশ সুপার ঘরে তুলল বার্সা ৷

উল্লেখযোগ্যভাবে, এদিন প্রায় 40 মিনিট দশজনে খেলে বার্সেলোনা ৷ অর্থাৎ, দ্বিতীয়ার্ধের অনেকটা সময় সংখ্যাতত্ত্বে এগিয়ে থেকেও কর্তৃত্ব ফলাতে ব্যর্থ কার্লো আনসেলোত্তির ছেলেরা ৷ এদিন ম্য়াচে অবশ্য এগিয়ে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোস ৷ পাঁচ মিনিটে কার্যত একক দক্ষতায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে ৷ পাল্টা 22 মিনিটে বার্সাকে সমতায় ফেরান ল্যামিন ইয়ামাল ৷ রবার্ট লেওয়ানদস্কির থ্রু ধরে রিয়াল রক্ষণকে বোকা বানিয়ে 1-1 করেন স্প্যানিশ কিশোর ৷

গোল সেলিব্রেশনে ইয়ামাল, বালদে (AP Photo)

এরপর প্রথমার্ধ জুড়ে শুধুই দাপট কাতালোনিয়া ক্লাবের ৷ মিনিটদশেক বাদে বক্সের মধ্যে গাভিকে ফাউল করে বসেন এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা ৷ ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দিলে স্পটকিক থেকে 2-1 করেন লেওয়ানদস্কি ৷ তিন মিনিট বাদ দর্শনীয় গোলে স্কোরশিটে নাম তোলেন রাফিনহা ৷ প্রায় মাঝমাঠ থেকে জুলেস কুন্ডের লম্বা সেন্টার দুরন্ত অনুধাবন করে হেডে ব্য়বধান বাড়ান ব্রাজিলিয়ান ৷ এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করে জয় নিশ্চিত করে ফেলেন আলেজান্দ্রো বালদে ৷ প্রতি-আক্রমণে এই গোল বার্সার টিম গেমের ফসল ৷

4-1 এগিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল তুলে নেয় ৷ এবারও প্রতি আক্রমণে মার্ক ক্যাসাদোর বাড়ানো বল ধরে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন রাফিনহা ৷ আট মিনিট পর অবশ্য লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় বার্সা গোলরক্ষক ওজসিয়েজ সেজনিকে ৷ আগুয়ান জুড বেলিংহ্য়ামকে বক্সের বাইরে অবৈধ ট্য়াকল করে মার্চিং অর্ডার পান পোলিশ গোলরক্ষক ৷ ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান রদ্রিগো ৷

কিন্তু বাকি সময়টা দশজনের বার্সেলোনাকে পেয়েও সুবিধা করে উঠতে পারেনি রিয়াল ৷ 5-2 ব্যবধানে জিতে সুপার কাপ ঘরে তোলে বার্সা ৷ ট্রফি জিতে খুশি কোচ হান্সি ফ্লিক ৷ ঘরোয়া লিগে সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে নিয়ে চর্চা কম হয়নি ৷ এদিন জয়ের পর জার্মান কোচ বলেন, "এমন দুর্ধর্ষ একটা টিমের প্রশিক্ষক হতে পেরে গর্বিত ৷"

আরও পড়ুন:

Last Updated : Jan 13, 2025, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details