পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাদ্রিদ ডার্বিতে অশান্তির জের, ফ্যানকে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা অ্য়াটলেটিকোর - MADRID DERBY CHAOS - MADRID DERBY CHAOS

FAN EXPELLED AFTER DERBY CHAOS: ম্য়াচের 64 মিনিটে রিয়ালের গোলের পর রবিবার উত্তেজনা ছড়ায় মাদ্রিদ ডার্বিতে ৷ অ্যাটলেটিকো গ্য়ালারির সামনে থিবো কুর্তোয়ার সেলিব্রেশন পছন্দ হয়নি হোম ফ্য়ানেদের ৷ এরপরই রিয়াল গোলরক্ষককে উদ্দেশ্য করে উড়ে আসতে থাকে নানা জিনিস ৷

REAL MADRID CELEBRATES A GOAL IN DERBY
রিয়াল ফুটবলারদের উচ্ছ্বাস (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 30, 2024, 10:27 PM IST

মাদ্রিদ, 30 সেপ্টেম্বর: রবিবাসরীয় মাদ্রিদ ডার্বিতে অশান্তির জের ৷ ঘটনার তদন্তে নেমে এক অনুরাগীকে চিহ্নিত করল অ্য়াটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ ৷ কেবল চিহ্নিত করাই নয়, সংশ্লিষ্ট অনুরাগীর ওয়ান্ডা মেট্রোপলিটানোয় প্রবেশের উপরে আজীবন নিষেধাজ্ঞা জারি করল ক্লাব কর্তৃপক্ষ ৷

গ্যালারিতে দর্শক অশান্তির জেরে রবিবার প্রায় 20 মিনিট বন্ধ থাকে মাদ্রিদ ডার্বি ৷ রবিবার ঘরের মাঠে অ্য়াটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের ৷ ঘটনার সূত্রপাত ম্য়াচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের গোলের পর ৷ 64 মিনিটে এদের মিলিতাও 'লস ব্ল্যাঙ্কোস' ব্রিগেডকে এগিয়ে দিলে অ্যাটলেটিকো গ্য়ালারির সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া ৷ তাঁদের গ্য়ালারির সামনে কুর্তোয়ার সেলিব্রেশেন ভালো চোখে নেয়নি অ্য়াটলেটিকো সমর্থকেরা ৷

এরপর রিয়াল গোলরক্ষককে লক্ষ্য় করে গ্য়ালারি থেকে উড়ে আসতে থাকে বিভিন্ন জিনিস ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গ্য়ালারি ৷ অশান্ত পরিস্থিতি আঁচ করে প্রায় 20 মিনিট বন্ধ রাখতে হয় ম্য়াচ ৷ অ্য়াটলেটিকো ফুটবলাররা এসে অশান্ত গ্যালারিকে শান্ত করার চেষ্টা করেন ৷ ম্যাচের পর প্রতিপক্ষ ফুটবলারের উপর আক্রমণের ঘটনার তদন্তে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ ৷ এক বিবৃতিতে তাঁরা জানায়, ঘটনার পর থেকে পুলিশের সহযোগিতায় ক্লাবের নিরাপত্তা বিষয়ক কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে একজনকে চিহ্নিত করেছে পুলিশ ৷ তাঁকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ঘটনার নিন্দা করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে লা লিগ কর্তৃপক্ষও ৷ ঝামেলার সঙ্গে জড়িত বাকিদেরও চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ ৷ পিছিয়ে পড়েও যদিও রবিবার মাদ্রিদ ডার্বি শেষ পর্যন্ত ড্র রেখে মাঠ ছাড়ে অ্য়াটলেটিকো ৷ অ্য়াঞ্জেল কোরেয়ার সংযুক্তি সময়ের গোলে ম্য়াচে সমতা ফেরায় আয়োজকরা ৷

ABOUT THE AUTHOR

...view details