পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সব ফরম্যাটেই অলরাউন্ডারদের চাহিদা সবচেয়ে বেশি, মত পাঠানের - ইরফান পাঠান

Irfan Pathan on All-rounders Demand in All-formats: ক্রিকেটের সব ফরম্যাটেই অলরাউন্ডারদের চাহিদা সবচেয়ে বেশি ৷ তাই অলরাউন্ডারদের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান ৷ আজ পূর্ব বর্ধমান জেলার মালির মাঠে একটি টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 8:26 PM IST

বর্ধমান, 28 জানুয়ারি: বর্ধমান শহরে টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ৷ যেখানে ক্রিকেটের যে কোনও ফরম্যাটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে একজন অলরাউন্ডার সবসময় এগিয়ে থাকেন বলে জানালেন তিনি ৷ কারণ, একজন অলরাউন্ডার ব্যাটে ও বলে দু’ভাবেই দলকে সাহায্য করতে পারেন ৷ আর নিজে একজন পেস বোলিং অলরাউন্ডার ছিলেন ইরফান ৷ ফলে অলরাউন্ডার হওয়ার বাড়তি সুবিধা তাঁর থেকে ভালো কে বুঝবেন !

রবিবার বর্ধমান শহরের মালির মাঠে একটি টেনিস টুর্নামেন্ট প্রধান অতিথি ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার ৷ পাঠান সেখানে পৌঁছতেই লোকজনের উৎসাহের বাঁধ ভেঙে পড়ে ৷ প্রচুর মানুষ মালির মাঠে ভিড় করেন ৷ এ দিন হুড খোলা গাড়িতে মাঠ প্রদক্ষিণও করেন তিনি ৷ তবে, টেনিস টুর্নামেন্ট হলেও, প্রাক্তন ক্রিকেটার হিসেবে নিজের বিশেষজ্ঞ মত জানিয়ে গেলেন ইরফান ৷

তিনি বলেন, "ক্রিকেটের যে কোনও ফরম্যাটই হোক না কেন, একজন অলরাউন্ডার হওয়ার সুবাদে সবসময় ক্রিকেটারের বাড়তি সুবিধা থাকে ৷ একজন অলরাউন্ডারের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ৷" পাশাপাশি, বর্ধমান শহরে আয়োজিত টেনিস টুর্নামেন্ট নিয়েও উচ্ছ্বসিত দেখাল তাঁকে ৷ ইরফান জানান, এই ধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের প্রতিভাদের উঠে আসার সম্ভাবনা থাকে ৷ তাঁরা নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পান ৷ এ দিন মাঠে নেমে ক্রিকেটও খেলতে দেখা গেল ইরফান পাঠানকে ৷ টেনিস বলে ক্রিকেট খেললেন তিনি ৷ আর প্রায় সব বলই মাঠের বাইরে পাঠালেন ইরফান পাঠান ৷

আরও পড়ুন:

  1. নিজামের শহরে 'আইপিএল' এফেক্ট, জঘন্য ব্যাটিংয়ে লজ্জার হার ভারতের
  2. দুরন্ত কামব্যাক, ফাইনালে মেদভেদেভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেন সিনারের

ABOUT THE AUTHOR

...view details