বর্ধমান, 28 জানুয়ারি: বর্ধমান শহরে টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ৷ যেখানে ক্রিকেটের যে কোনও ফরম্যাটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে একজন অলরাউন্ডার সবসময় এগিয়ে থাকেন বলে জানালেন তিনি ৷ কারণ, একজন অলরাউন্ডার ব্যাটে ও বলে দু’ভাবেই দলকে সাহায্য করতে পারেন ৷ আর নিজে একজন পেস বোলিং অলরাউন্ডার ছিলেন ইরফান ৷ ফলে অলরাউন্ডার হওয়ার বাড়তি সুবিধা তাঁর থেকে ভালো কে বুঝবেন !
রবিবার বর্ধমান শহরের মালির মাঠে একটি টেনিস টুর্নামেন্ট প্রধান অতিথি ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার ৷ পাঠান সেখানে পৌঁছতেই লোকজনের উৎসাহের বাঁধ ভেঙে পড়ে ৷ প্রচুর মানুষ মালির মাঠে ভিড় করেন ৷ এ দিন হুড খোলা গাড়িতে মাঠ প্রদক্ষিণও করেন তিনি ৷ তবে, টেনিস টুর্নামেন্ট হলেও, প্রাক্তন ক্রিকেটার হিসেবে নিজের বিশেষজ্ঞ মত জানিয়ে গেলেন ইরফান ৷