কলকাতা, 24 জুন:ভারতীয় ফুটবল ফেডারেশন বনাম ইগর স্টিম্যাচ লেগেই রয়েছে। বরখাস্ত হওয়ার পরে প্রাপ্য টাকা ফেরতের দাবি জানিয়েছিলেন স্টিম্যাচ। না-ফেরালে ফিফায় যাওয়ার হুমকিও দিয়েছিলেন। দিন তিনেক আগের এই অভিযোগের পালটা সোমবার দিল এআইএফএফ ৷ স্টিম্যাচের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসল ফেডারেশন। বোঝানো হয়েছে স্টিম্যাচের সঙ্গে চুক্তিপত্রের যাবতীয় জটিলতা। প্রাক্তন কোচের সঙ্গে যত রকম সাহায্য করেছে ফেডারেশনের বর্তমান কমিটি, সেগুলিও তুলে ধরা হয়েছে প্রকাশ্যে। এরপরেও স্টিম্যাচের প্রকাশ্যে সমালোচনা করায়, ফেডারেশন বিস্মিত ৷
বরখাস্ত হেড স্যর স্টিম্যাচের অভিযোগের পালটা দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা - Igor Stimac
All India Football Federation: চাকরি যাওয়ার পরই সাংবাদিক সম্মেলনে ভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন ইগর স্টিম্যাচ । সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নিয়ে নানা অভিযোগ করেন তিনি ৷ সোমবার ইগরকে একেবারে ধুয়ে দিল ফেডারেশন ৷
Published : Jun 24, 2024, 11:12 PM IST
ফেডারেশন থেকে পরিষ্কার বলা হয়েছে যে, তারা কোনও বিতর্কে যেতে চায় না। স্টিম্যাচকে বরখাস্ত করার সিদ্ধান্ত যে সঠিক, দাবি ফেডারেশনের। নতুন কমিটি যখন ক্ষমতায় আসে, ততদিনে স্টিমাচের কোচিং 3 বছর পার হয়ে গিয়েছে। 2023-এর অক্টোবরে তাঁর চুক্তি দু'বছর নবীকরণ করা হয়। 2024-এর ফেব্রুয়ারি থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত স্টিম্যাচের মাসিক বেতন ঠিক করা হয় 26 লক্ষ টাকা। আর 2025 ফেব্রুয়ারি থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত বেতন হবে 33 লক্ষ টাকা। তার সঙ্গে এমনভাবে নতুন চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ফেডারেশন নিজেদের যুক্তি অনুযায়ী স্টিম্যাচকে বরখাস্ত করার স্বাধীনতা পায়।
আধুনিক জিপিএস টেকনোলজি, এফএসডিএলের সঙ্গে আলোচনা করে প্লেয়ারদের জাতীয় শিবিরে নিয়ে আসা, দীর্ঘ ক্যাম্পের আয়োজন, সাপোর্ট স্টাফদের আয়োজন, সবই করা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং তা কোচের চাহিদার ভিত্তিতে। সম্প্রতি প্রাক্তন কোচ যেভাবে 'মিথ্যা' অভিযোগ এনেছেন, তার বিরোধিতা করছে ফেডারেশন। অপসারনের আগে বোঝাপড়ার মাধ্যমে কোচের পদ থেকে স্টিম্যাচ সরে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁকে অপসারিত করা হয়।