বেঙ্গালুরু, 20 অক্টোবর: দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের পারফরম্য়ান্সে দল ম্যাচে ফিরলেও শেষরক্ষা হল না ৷ আট উইকেটে হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত ৷ আর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন প্রথম ইনিংসে 46 রানে অলআউট হওয়াটাই তাঁদের পিছিয়ে দিয়েছিল ৷ তবে চিন্নাস্বামীতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজের বাকি দু'টি ম্যাচে জয়ের আশ্বাস দিলেন 'হিটম্যান' ৷
প্রথমদিন বৃষ্টিতে একটিও বল খেলা না-হওয়ার পর দ্বিতীয়দিন প্রথম সেশনেই 46 রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস ৷ যা টেস্ট ক্রিকেটে তাঁদের তৃতীয় সর্বনিম্ন স্কোর ৷ এ ব্যাপারে রোহিত শর্মা বলেন, "আমি দ্বিতীয়দিনই সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলাম, মেঘলা আবহাওয়ায় এমন পিচে আমাদের কাজটা চ্যালেঞ্জিং হতে চলেছে ৷ তবে কখনোই ভাবতে পারিনি 46 রানে অলআউট হয়ে যাব ৷ নিউজিল্যান্ডের এক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য ৷ প্রথম ইনিংসটাই আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছিল ৷"