পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'প্রথম ইনিংসে 46 রানটাই হারিয়ে দিল', আক্ষেপ সত্ত্বেও সিরিজে ঘুরে দাঁড়ানোর বার্তা রোহিতের - INDIA VS NEW ZEALAND 1ST TEST

46 রানে প্রথম ইনিংসে অলআউটের পর ম্যাচে ফেরাটা সহজ ছিল না ৷ নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে জানালেন ভারত অধিনায়ক ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 20, 2024, 4:49 PM IST

বেঙ্গালুরু, 20 অক্টোবর: দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের পারফরম্য়ান্সে দল ম্যাচে ফিরলেও শেষরক্ষা হল না ৷ আট উইকেটে হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত ৷ আর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন প্রথম ইনিংসে 46 রানে অলআউট হওয়াটাই তাঁদের পিছিয়ে দিয়েছিল ৷ তবে চিন্নাস্বামীতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজের বাকি দু'টি ম্যাচে জয়ের আশ্বাস দিলেন 'হিটম্যান' ৷

প্রথমদিন বৃষ্টিতে একটিও বল খেলা না-হওয়ার পর দ্বিতীয়দিন প্রথম সেশনেই 46 রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস ৷ যা টেস্ট ক্রিকেটে তাঁদের তৃতীয় সর্বনিম্ন স্কোর ৷ এ ব্যাপারে রোহিত শর্মা বলেন, "আমি দ্বিতীয়দিনই সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলাম, মেঘলা আবহাওয়ায় এমন পিচে আমাদের কাজটা চ্যালেঞ্জিং হতে চলেছে ৷ তবে কখনোই ভাবতে পারিনি 46 রানে অলআউট হয়ে যাব ৷ নিউজিল্যান্ডের এক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য ৷ প্রথম ইনিংসটাই আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছিল ৷"

আগেও ভারতীয় দলে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে জানান ভারত অধিনায়ক ৷ রোহিত বলেন, "এই ম্য়াচ থেকেও ভালো জিনিসগুলো নিতে চাই ৷ এমন পরিস্থিতিতে আমরা আগেও পড়েছি ৷ এগুলো হতেই পারে ৷ তবে দু'টো টেস্ট এখনও বাকি ৷ জানি আমাদের কী করণীয় ৷ আগামী দু'টি টেস্টে আমরা সর্বস্ব উজাড় করে দেব ৷"

পাশাপাশি দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান ও ঋষভ পন্তের ব্যাটিংয়ের প্রশংসা করে রোহিত বলেন, "আমরা সাড়ে তিনশো রানের আগে সহজেই অলআউট যেতে পারতাম ৷ তাই সরফরাজ ও পন্ত যে ইনিংস খেলল তা গর্ব করার মত ৷ ওদের ব্যাটিংয়ের সময় সকলেই আসন ছেড়ে উঠে দাঁড়াচ্ছিল ৷ পরিণত ইনিংস খেলেছে পন্ত ৷ অনেকদিন ধরেই ও এমন ইনিংস খেলছে ৷ ও নিজের পছন্দের শটও খেলেছে ৷ সরফরাজও কেরিয়ারের তৃতীয় কিংবা চতুর্থ ম্য়াচে এসে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছে ৷" পুনেতে আগামী 24-28 অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ৷ সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট 1-5 নভেম্বর অনুষ্ঠিত হবে মুম্বইয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details