দুর্গাপুর, 15 এপ্রিল: রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে গিয়ে দিলীপ ঘোষের প্রবল সমালোচনা করেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ এবার তারই পালটা জবাব দিলেন বিজেপি দিলীপ ঘোষ ৷
প্রসঙ্গেক্রমে দিলীপ ঘোষের একটি বক্তব্যকে হাতিয়ার করে প্রচারে কটাক্ষ করেন বাবুল সুপ্রিয় ৷ তিনি বলেন, "মেদিনীপুরের সমস্ত গরুর দুধ দুইয়ে সোনা বের করার পর দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷" বাবুল সুপ্রিয়র এই কটাক্ষের জবাব নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিয়েছেন দিলীপ ঘোষ ৷ সোমবার দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের পালটা বলেন, "এই বাবুল সুপ্রিয় পদ্মফুল প্রতীকে বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে দাঁড়িয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চল্লিশ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন। তিনি আবার আসানসোলে পর পর দু'বার বিজেপির সাংসদ নির্বাচিত হন। আসানসোলের মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আবার কী সার্টিফিকেট দেবেন ?"
একই সঙ্গে তিনি বলেন, "উনি বালিগঞ্জে দাঁড়িয়ে জিতেছেন। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের ভোটে যে লিড ছিল তা পাননি। মেদিনীপুরের ও বর্ধমানের মানুষ দিলীপ ঘোষকে দেখেছে। আমি তাদের ওপর বিশ্বাস রাখি। আমাদের পরিক্রমা শেষ হয়েছে। ফের নতুন করে পরিক্রমা শুরু করেছি। ওনার পরিক্রমা শেষের মুখে।"