পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

144 বছর পর মহাকুম্ভে মহাযোগে পুণ্যস্নানের হিড়িক, সঙ্গমে ডুব কোটি কোটি পুণ্য়ার্থীর; দেখুন সেই মুহূর্ত - MAHAKUMBH MELA 2025

মকর সংক্রান্তির তিথি মেনে শাহী স্নানের একদিন আগেই মহাকুম্ভের মহাসঙ্গমে প্রায় দেড় কোটি পুণ্যার্থী ডুব দিলেন ৷ প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি 144 বছরে আসে মহাকুম্ভ। 4 বছরে হয় কুম্ভ, 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ, আর 144 বছরে মহাকুম্ভ। একঝলকে দেখুন সেই মুহূর্ত ৷ (ছবি: এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 10:55 PM IST

প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন মহাকুম্ভে ৷ (ছবি: এএনআই)
দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসা সাধু, সন্তরা যেমন নজর কাড়ছেন, তেমনই নজর কাড়ছে তাঁদের রাজকীয় সওয়ারি। (ছবি: এএনআই)
সাধুরা মনে করেন, এই মহাকুম্ভে স্নান করলে কঠোর তপস্যার ফল পাওয়া যায়। (ছবি: এএনআই)
কথায় বলে বহু মানুষই তাঁদের জীবদ্দশায় এই মহাকুম্ভের সাক্ষী হন না ৷ (ছবি: এএনআই)
হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিকে কুম্ভ মেলার আয়োজন করা হয় ৷ (ছবি: এএনআই)
এর মধ্যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ সবচেয়ে জমকালো। (ছবি: এএনআই)
মেলাকে কেন্দ্র করে কম বয়সি থেকে প্রবীণ প্রচুর মানুষ এখানে ভিড় জমান প্রত্যেকবার। (ছবি: এএনআই)
মহাকুম্ভ মেলা এলাকায় ভক্তদের গায়ে গোলাপ ফুল বর্ষণ করা হচ্ছে। (ছবি: এএনআই)
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াগরাজ জুড়ে নিরাপত্তার কড়াকড়ি চরমে। (ছবি: এএনআই)
শাহী  স্নানের জন্য শুভ সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, 14 জানুয়ারি ভোর 5.27 থেকে 06.21 মিনিট। (ছবি: এএনআই)
মহাকুম্ভ প্রয়াগরাজে হওয়ার কারণ এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ৷ (ছবি: এএনআই)
পৌরাণিক কাহিনি অনুসারে যে 4 জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে প্রয়াগরাজের গুরুত্ব বেশি। (ছবি: এএনআই)
ধর্মীয় বিশ্বাস শাহী স্নানের সন্ধিক্ষণে যাঁরা এই তিন নদীর সঙ্গমস্থলে স্নান করেন, তাঁদের মুক্তিলাভ হয়। (ছবি: এএনআই)
আজ থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে যা 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হবে। (ছবি: এএনআই)
আজ ও কাল অর্থাৎ 13 ও 14 জানুয়ারি শাহি স্নানের সবথেকে পুণ্যের সময়। তাই আজ দেড় কোটি পুণ্যার্থী আজ স্নান সেরেছেন ৷ (ছবি: এএনআই)

ABOUT THE AUTHOR

...view details