পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

আজ বিশ্ব অ্যালঝাইমার্স দিবস, জেনে নিন এই রোগের বিস্তারিত তথ্য - World Alzheimers Day 2024

Alzheimer's Day: আজ বিশ্ব অ্যালঝাইমার্স দিবস । এবারের বিশ্ব অ্যালঝাইমার্স দিবসের প্রতিপাদ্য 'ডিমেনশিয়া জানুন, অ্যালঝাইমার্সকে জানুন'। একই সময়ে, সবচেয়ে বড় বিষয় হল সারা বিশ্বে 55 মিলিয়ন মানুষ এই রোগে ভুগছে এবং শুধুমাত্র ভারতেই 8.8 মিলিয়ন রোগী রয়েছে ।

Alzheimer's Day
বিশ্ব অ্যালঝাইমার্স দিবস (ফাইল চিত্র)

By ETV Bharat Health Team

Published : Sep 21, 2024, 10:18 AM IST

কলকাতা: আজ 21 সেপ্টেম্বর । আজ বিশ্ব অ্যালঝাইমার্স দিবস হিসেবে পালিত হয় । সাধারণত এই রোগটি বৃদ্ধ বয়সে একজন ব্যক্তিকে প্রভাবিত করে । এবারের বিশ্ব অ্যালঝাইমার্স দিবসের প্রতিপাদ্য 'ডিমেনশিয়া জানুন, অ্যালঝাইমার্সকে জানুন'। জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালের সিনিয়র নিউরোলজিস্ট ডাঃ দীনেশ খান্ডেলওয়াল বলেন, "সারা বিশ্বেj পাশাপাশি ভারতেও অ্যালঝাইমার্স-এর ঘটনা দ্রুত বাড়ছে ।"

লংগিটুডিনাল এজিং স্টাডি অফ ইন্ডিয়ার (Longitudinal Ageing Study in India, LASI) তথ্য অনুসারে, ভারতে প্রায় 8.8 মিলিয়ন মানুষ অ্যালঝাইমার্সে ভুগছেন এবং ভবিষ্যতে এই পরিসংখ্যান বাড়তে পারে । যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, সারা বিশ্বে প্রায় 55 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত এবং প্রতি বছর প্রায় 10 মিলিয়ন নতুন কেস রিপোর্ট করা হয়েছে ।

এই রোগের লক্ষণ: নিউরোলজিস্ট ডাঃ দীনেশ খান্ডেলওয়াল জানান, অ্যালঝাইমার্স-এর লক্ষণগুলি সাধারণত 60 বছরের বেশি বয়সের পরে দেখা দেয় । কিছু কিছু ক্ষেত্রে, এমনকি কম বয়সেও অ্যালঝাইমার্সsর ঘটনা দেখা গিয়েছে ৷ এই রোগে আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে । এ ছাড়া আরও কিছু লক্ষণ রয়েছে যা রোগীর মধ্যে দেখা যায় । এতে ব্যক্তি তার দৈনন্দিন কাজকর্ম ভুলে যায় ।

এছাড়াও, স্মৃতিশক্তি দ্রুত দুর্বল হতে থাকে । হঠাৎ ঘুম কমে যায় । রোগী একই জিনিস বারবার পুনরাবৃত্তি করে । রোগী ছোট ছোট বিষয়গুলিতে মনোযোগ দিতে অক্ষম হন । অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন, যার কারণে পরিবারের অন্যান্যরাও অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ।

অ্যালঝাইমার্স-এর চিকিৎসা কী: ডাঃ দীনেশ খান্ডেলওয়াল বলেন, "ধীরে ধীরে অ্যালঝাইমার্সের মতো রোগের চিকিৎসা বেশ সহজ হয়ে গিয়েছে । ভারতে এখনও উন্নত ওষুধ পাওয়া যায় না, যেখানে ধনী দেশগুলিতে, একটি বিশেষ ধরনের ওষুধ তৈরি করা হয়েছে, যা অ্যালঝাইমার্স দূর করে । তবে প্রাথমিক পর্যায়ে এর চিকিৎসা বেশ ব্যয়বহুল ।"

তিনি আরও জানান, যদি আমরা চিকিৎসার কথা বলি, 60 বছরের বেশি বয়সি ব্যক্তির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যালঝাইমার্স সংক্রান্ত লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । এছাড়া রোগীকে ছোট ছোট বিষয় মনে রাখার জন্য একটি ডায়েরি রাখতে হবে । এছাড়াও যোগব্যায়াম এবং শারীরিক ব্যায়ামও খুবই গুরুত্বপূর্ণ ৷ পর্যাপ্ত পরিমাণে ঘুমও ভীষণ জরুরি ৷

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK499922/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ABOUT THE AUTHOR

...view details