কলকাতা:বর্ষাকালে নানা ধরনের রোগের মধ্যে ত্বকের সমস্যাও একটা ৷ ত্বকের সংক্রমণে ঠিকমতো পরিচর্যা না করলে, বড় ধরনের সমস্যা হতে পারে ৷ এছাড়া সোরিয়াসিস এক ধরনের সমস্যার কারণ হতে পারে ৷ অনিয়মিত জীবনধারা এবং সংক্রমণ উপেক্ষা করার কারণে গুরুতর চর্মরোগ হওয়ার ঝুঁকি থাকে । সঠিক সময়ে চিকিৎসা না করালে তা আরও মারাত্মক হতে পারে ।
এই রোগ সম্পর্কে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ চিকিৎসক ডঃ গুরু প্রসাদ ইটিভি ভারতকে বলেন, "এটি একটি মারাত্মক রোগ ৷ যা শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই দেখা যায় ৷ তবে এই সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসা ভালো উপকারী হতে পারে ৷ সোরিয়াসিস একটি চর্মরোগ । যা পরে দীর্ঘমেয়াদি হয়ে থাকে ৷"
সাধারণত পুরনো কোষের জায়গায় নতুন কোষ প্রতিস্থাপিত হয় ৷ ত্বকের এই ধরনের কোনও সমস্যা হলে পরে এটি সোরিয়াসিসের মারাত্মক রূপ নেয় । সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তি চুলকানি, জ্বালাপোড়া এবং জয়েন্টে ব্যথায় ভোগেন । এর পাশাপাশি, এটি পিঠ, হাঁটু, কনুই এবং পায়ে সবচেয়ে বেশি সমস্যা করে । সময়মতো চিকিৎসা না করালে ব্যক্তি মানসিক চাপে ভোগেন । যা পরবর্তীতে আরও সমস্যার হতে পারে ৷"
ডাঃ গুরু প্রসাদ ব্যাখ্যা করেন, এই রোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল নিয়মিত জীবন যাপন করা ৷ এর সঙ্গে খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া ৷ বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলা প্রয়োজন ৷ ব্যায়াম ও যোগাসনকে প্রতিদিনের রুটিনে আনা জরুরি ৷
আয়ুর্বেদ কার্যকর: তিনি জানান, এই সমস্যায় আয়ুর্বেদ কার্যকরী হতে পারে ৷ কিন্তু যারা গত 8 থেকে 10 বছর ধরে এই রোগে ভুগছেন, তাঁরা আয়ুর্বেদের সাহায্য নিতে পারেন ৷ তাতে অনেক ক্ষেত্রে এই সমস্যা অনেকটা কমে যায় ৷ এই রোগ জটিল হলেও আয়ুর্বেদ ভালো কাজ করে ৷