পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

পুষ্টিগুণে ভরপুর মাশরুম কেন খাবেন ? জেনে নিন - Mushroom Health Benefits

Health Benefits of Mushrooms: মাশরুম ক্লোরোফিলবিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ ৷ যার পুষ্টিগুণ বহু ৷ এতে পাওয়া বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের জন্য উপকারী ৷ জেনে নিন, কেন এটি আমাদের খাওয়া উচিত ৷

Health Benefits Of Mushrooms News
পুষ্টিগুণে ভরপুর মাশরুম

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 3:14 PM IST

হায়দরাবাদ: মাশরুম শরীরের জন্য একটি উপকারী জিনিস ৷ যা কম জনই আছেন মাশরুম পছন্দ করেন না ৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীর ভালো রাখতে সাহায্য করে মাশরুম ৷ গর্ভবতী মা ও শিশুদের জন্য মাশরুম খুবই উপকারী হতে পারে ৷ মাশরুমে পটাশিয়াম, কপার, আয়রন, ফাইবারের মতো অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় । যা বহু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় উপকার পাওয়া যায় । জেনে নিন, কেন মাশরুম খাওয়া জরুরি (Health Benefits of Mushroom)।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে:মাশরুমে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনারেল পাওযা যায় ৷ যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে ৷ এটি খেলে সর্দি, কাশি থেকেও মুক্তি দিতে সাহায্য় করে ৷

হৃদরোগের জন্য উপকারী:মাশরুমে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভাষ্টটিন, এনটাডেনিন, কিটিন এবং ভিটামিন বি, সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময় হয়।

ওজন কমাতে সাহায্য় করে: মাশরুম ওজন কমাতে সহায়ক ৷ এতে রয়েছে দ্রবণীয় ফাইবার যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে । ফলে মাশরুম স্যুপ ও সবজি রান্না করে খেতে পারেন ৷ ফলে ওজন কমানোর ডায়েটে মাশরুম রাখতে পারেন ৷

চোখের জন্য উপকারী: ভিটামিন এ সমৃদ্ধ মাশরুম খেলে দৃষ্টিশক্তি ভালো হয় । এতে বিটা-ক্যারোটিন ও ভিটামিন বি পাওয়া যায় ৷ যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য় করে ৷

কোলেস্টেরল কমাতে সহায়ক: যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য মাশরুম উপকারী হতে পারে । এতে এমন যৌগ পাওয়া যায়, যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক করতে সাহায্য করে ।

আরও পড়ুন:

  1. ত্বকের তারুন্য বজায় রাখতে চান ? পাতে রাখতে পারেন ডার্ক চকলেট-দই
  2. অনিয়মিত পিরিয়ডসের সমস্যায় ভুগছেন ? মেনে চলতে পারেন এই ঘরোয়া প্রতিকার
  3. কমলালেবুর খোসা ফেলে দিচ্ছেন ? ত্বকের জন্য কতটা উপকারী জেনে নিন

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details