পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

জ্বর হয়েছে ? প্লাজমা লিকেজের বিপদ সম্পর্কে আজই সতর্ক হোন - Dengue Plasma Leakage - DENGUE PLASMA LEAKAGE

Dengue: গত কয়েকদিনে হায়দরাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । সম্প্রতি নিজামের শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসা বিশেষজ্ঞরাও প্লাজমা লিকেজের বিপদ সম্পর্কেও সতর্ক করেছেন ৷ যা প্লেটলেট হ্রাসের চেয়েও বেশি বিপজ্জনক বলে মনে করা হয় ।

Dengue News
প্লাজমা লিকেজের বিপদ থেকে সাবধান (ইটিভি ভারত)

By ETV Bharat Health Team

Published : Aug 28, 2024, 2:45 PM IST

হায়দরাবাদ: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ৷ যার ফলে চিকিৎসা বিশেষজ্ঞরা প্লাজমা লিকেজ হওয়ার বিপদ সম্পর্কে সতর্কতা জারি করছেন ৷ যা প্লেটলেট কম হওয়ার থেকেও বেশি বিপদজ্জনক ৷ গান্ধি, ওসমানিয়া, নিলোফার এবং ফিভার হাসপাতালগুলির মতো বড় বড় সংস্থা ডেঙ্গি রোগীদের প্রবাহের সাক্ষী হচ্ছে ৷ যা আরও জটিল থেকে জটিলতর হতে পারে ৷ তাই বিশেষজ্ঞরা এই প্লাজমা লিকেজের উপর সতর্কতার নির্দেশ দেন ৷

প্লাজমা লিকেজ কী (What Is Plasma Leakage) ?

প্লাজমা লিকেজ ডেঙ্গির সবচেয়ে সুস্পষ্ট এবং মারাত্মক লক্ষণ ৷ যা রোগের 3 থেকে 7 দিনের মধ্যে ঘটে । ডেঙ্গি হলে রক্তনালী, এন্ডোথেলিয়ামের আস্তরণের প্রদাহ সৃষ্টি করতে পারে । এই প্রদাহ রক্তনালীগুলির দেয়ালে গর্ত তৈরি করে, যার ফলে এটি আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে । বিশেষজ্ঞরা জানান, এটি রক্তচাপও বাড়াতে পারে । এছাড়াও এটি অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে । কিছু ব্যক্তির মধ্যে ডেঙ্গি সংক্রমণের প্রাথমিক সূত্রপাতের ক্ষেত্রে প্লাজমা লিকেজ একটি উল্লেখযোগ্য কারণ ।

প্লাজমা লিকেজ কীভাবে বোঝা যাবে ?

ডেঙ্গি ভাইরাস এন্ডোথেলিয়ামে প্রদাহ সৃষ্টি করতে পারে ৷ যা রক্তনালীর ভেতরের আস্তরণ । এই প্রদাহ ভেসেলসের আস্তরনে গ্যাপ তৈরি করে ৷ যার ফলে আশেপাশের টিস্যুতে প্লাজমা লিকেজ হয়ে যায় । ফলে কিছু ব্যক্তির জন্য ডেঙ্গি সংক্রমণের তীব্রতার ক্ষেত্রে প্লাজমা লিকেজ একটি মূল কারণ হতে পারে ।

এরফলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল, পা এবং চোখের চারপাশে ফুলে যাওয়া, হেমাটোক্রিটের মাত্রা বৃদ্ধি (রক্তে লোহিত রক্তকণিকার অনুপাতের একটি পরিমাপ), নাড়ি এবং রক্তচাপ কমে যাওয়া, হাতের অংশে ঠান্ডা লাগা, বমি হওয়া এবং তীব্র পেটে ব্যথা ইত্যাদি । এই লক্ষণগুলি প্লাজমা লিকেজ হওয়ার সূত্রপাত নির্দেশ করে ৷ ফলে জ্বর হলে এইরকম কোনও লক্ষণ দেখা দিলে, সময়মত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন । যদি সময়মতো চিকিৎসা না করা হয় তাহলে এটি হেমোরেজিক শক সিনড্রোমে বাড়তে পারে ৷ যা মারাত্বক রূপ ধারণ করতে পারে ৷

সিনিয়র চিকিৎসক ডাঃ রাজা রাও বলেন, "জ্বর হলে সতর্কতার সঙ্গে গুরুত্ব দেওয়া প্রয়োজন ৷ যদিও ডেঙ্গি শনাক্ত করা গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ তবে অবহেলা করা একদমই উচিত নয় ৷ যা প্রাণঘাতী হতে পারে ৷"

চিকিৎসক জানান, ডেঙ্গির নির্দিষ্ঠ কোনও ওষুধ নেই ৷ তবে জীবনধারা ও খাওয়াদাওয়ার প্রতি বজর দেওয়া প্রয়োজন ৷ এইসময় তরল জাতীয় খাবার বেশি করে খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও ডেঙ্গি আক্রন্ত ব্যক্তির প্লাজমা লিকেজের 10% ঝুঁকি থাকে ৷ তবে কোনও কিছু সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পারমর্শ নেওয়া জরুরি ৷

ABOUT THE AUTHOR

...view details