হায়দরাবাদ, 20 জানুয়ারি:হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যোগেশ মহাজন ৷ হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি ৷ মাত্র 49 বছর বয়সে প্রয়াত অভিনেতা ৷ টেলিভিশন জগতে শোকের ছায়া ৷
সূত্রের খবর, রবিবার 'শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব' ধারাবাহিকের সেটে যাননি অভিনেতা ৷ এরপর অভিনেতার সহকর্মী ও সেটের লোকজন চিন্তিত হয়ে পড়েন ৷ তাঁরা তড়িঘড়ি পৌঁছে যান অভিনেতার উমরগাঁওর ফ্ল্যাটে ৷ তাঁরা দরজার বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন ৷ কলিং বেল টিপলেও কেউ খোলে না ৷ এরপরেই তাঁরা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন ৷ সেখানেই অচৈতন্য অবস্থায় অভিনেতাকে উদ্ধার করেন সহকর্মীরা ৷
অভিনেতা যোগেশকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসকের তরফে জানানো হয়েছে, অভিনেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ অর্থাৎ অভিনেতা যখন মারা যান তখন তার আশেপাশে কেউ ছিলেন না ৷ শুটিং সেটের সহকর্মীরা যদি তাঁর বাড়িতে না গিয়ে দরজা না ভাঙতেন তাহলে হয়তো আরও সময় লাগত অভিনেতার দেহ উদ্ধার করতে ৷ কারণ কেউ জানতেই পারতেন না যে তিনি মারা গিয়েছেন ৷