কলকাতা, 17 মার্চ: প্রার্থী তালিকা ইতিমধ্যেই হাজির। ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনও ৷ ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন অনেক প্রার্থী ৷ প্রতিবারের মতো এবারেও ভোট ময়দানে রয়েছেন একাধির টলিউড অভিনেতা-অভিনেত্রী ৷ বেশ কিছু মুখ যেমন পুরনো তেমনই উঠে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো নতুন মুখও ৷ এরমধ্যেই অনেক শিল্পী আছেন, যাঁরা রাজনীতি থেকে নিজেদের রেখেছেন দূরে ৷ অনেকেই আছেন নানা সময়ে নানান মতামত রাজ্য-রাজনীতি নিয়ে পেশ করলেও পদের আশা করেন না। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কী বলছেন বিনোদন দুনিয়ার সেই সব তারকারা? শুনল ইটিভি ভারত।
কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, "প্রথমত এই লোকসভা নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের দেশে যে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সেটা তো খুব একটা ভালো নয়। আমার মনে হয় মানুষের খুব ভেবেচিন্তে ভোট দেওয়া উচিত। একইসঙ্গে এই অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং সামজিক ভেদাভেদ, ধর্ম-জাতের ভেদাভেদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোট দেওয়া উচিত। প্রার্থী তালিকা দেখেছি। এই নিয়ে আমার কোনও বক্তব্য নেই।"
সঙ্গীত শিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বলব, যার যে দলকে এবং যে দলের কাজ পছন্দ তাকেই ভোটটা দেবেন। নিজের বিচার বিবেচনাই এখানে শেষ কথা। " তাঁর কাছে যদি কখনও রাজনীতিতে নামার প্রস্তাব আসে, কী করবেন তিনি ? জবাবে বলেন, "আমার রাজনীতি নিয়ে পড়াশুনাটা নেই। প্রত্যেকটা কাজের জন্য পড়াশুনাটা দরকার। আমাদ কাছে প্রস্তাব এলে জানি না আমি কী করব। তবে, হ্যাঁ যেদিন গলায় সুর থাকবে না কিংবা কিছুই করার থাকবে না সেদিন ভেবে দেখব।"
প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে বলেন, "ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। প্রচারের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রচারে যাচ্ছি। এর পরেও যাব। গরম ভাবলে চলবে না। " অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেন, "আমি রাজনীতির ব্যাপারে একেবারেই আগ্রহী নই। আসলে যে জিনিসটা খুব একটা বুঝি না সেটার সঙ্গে থাকি না।"