কলকাতা, 4 ফ্রেবুয়ারি:বাবা-মা হলেন দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা ওরফে মোহর সেন। রবিবার সকালে এই সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুর্নিবার। তাঁদের জীবনে যে নয়া সদস্য আসছে তা গত অক্টোবর মাসেই জানিয়েছিলেন তাঁরা ৷ এদিন ইনস্টাগ্রামে একটি কার্ড শেয়ার করেছেন দুর্নিবার। সেখানে গায়ক লিখেছেন, "কখনও ভাবতেই পারিনি কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে।" এরপর তিনি জানিয়েছেন, তাঁদের পুত্র সন্তান হয়েছে। মোহর-দুর্নিবার- নতুন মা-বাবাকে ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। পোস্টের ক্য়াপশনে গায়কের আরও সংযাজন "আমরা তিন হলাম ৷"
উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ এর আগে 2021 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী ৷ তবে বছর ঘুরতে না-ঘুরতেই সেই বিয়েতে ধরে ভাঙন ৷ দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার পর তিনি প্রেমে পড়েন মোহর তথা ঐন্দ্রিলার ৷ আর তার জন্য কম কটাক্ষের শিকার হননি গায়ক ৷ মার্চ মাসে প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণতি পায় ৷ অভিনেতা প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ের দায়িত্ব দাদা হিসেবে গ্রহণ করেছিলেন ৷