হায়দরাবাদ, 29 অগস্ট: ইন্ডাষ্ট্রিতে এখনও মেয়েদের কাজ করা নিয়ে অনেক বাধা-নিষেধ রয়েছে ৷ একজন মেয়ের সিনেমাটোগ্রাফার হওয়া, এডিটর হওয়া ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন থাকে ৷ একই ভাবে একজন মেয়ে মেকআপ আর্টিস্ট প্রস্থ্যেটিকের কাজ করবেন, এমন সুযোগ দেওয়া নিয়ে টলিউডে হয়তো খুম কম লোকই ভাবেন ৷ ব্যতিক্রমী শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি ৷ তাঁরা এমন এক মেকআপ আর্টিস্টকে দলে রাখলেন যিনি শিবপ্রসাদের ভোল ম্যাজিকের মতো বদলে দিয়েছেন 'বহুরূপী' ছবিতে ৷
এদিন সোশাল মিডিয়ায় শিবপ্রসাদ দুটি পোস্ট করেন ৷ একটিতে 'বহুরূপী' ছবিতে তাঁর চরিত্রের লুক তৈরিতে নেপথ্যের শিল্পী কে, তা জানিয়েছেন অভিনেতা ৷ এদিন তিনি লেখেন, "পাপিয়ার গল্পটা একটু অন্যরকম। পাপিয়া ফ্যাশন শুট করতো প্রথমে, পরে ও সিনেমায় মেকআপ করতে আসে। মহিলা মেকআপ আর্টিস্ট পুরুষদের মেকআপ করবে, মহিলা মেকআপ আর্টিস্ট প্রস্থ্যাটিকের কাজ করবে সেই সুযোগই তো কেউ দেবে না।"