কলকাতা, 14 ফেব্রুয়ারি: সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বাঙালি । প্রতি বছরের মতো এ বছরেও বাণী বন্দনায় মেতে উঠল অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় এবং অভিনেতা ঋষি মুখোপাধ্যায়ের 'অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস'। সকালে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হয়ে যাওয়ার পর গান, গল্প, আড্ডায় মেতে উঠতে দেখা গেল আগত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় থেকে অভিনেত্রী হিয়া দে'কে । হাজির ছিলেন সস্ত্রীক সিপিএম নেতা শতরূপ ঘোষও । তিনিও সরস্বতী পুজো ঘিরে ভাগ করে নিলেন নস্ট্যালজিয়া । গিটার সহযোগে গানও গাইলেন ৷ বললেন, "আমি ঠাকুর মানি না, অঞ্জলি দিই না ৷ কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খাই না কোনওদিন ।"
প্রতিবছর স্বাগতা মুখোপাধ্যায়ের এই অ্যাকাডেমির পুজো সামলে দেয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা । পুজোর পরে সবার জন্য থাকে খাওয়াদাওয়ার ব্যবস্থা । খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, লাবড়ার তরকারি, চাটনি, পাপড়, দু'রকমের মিষ্টি । এদিন সরস্বতী হাজির ছিল 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের ছোট্ট পটল অর্থাৎ হিয়া দে । অভিনেতা সৌম্য গেয়ে চললেন একের পর এক গান ।