হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি: স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে 'ওপেনহাইমার'-এর জয়জয়কার ৷ একাধিক বিভাগে পুরস্কার নিজেদের ঝুলিতে ভরল ক্রিস্টোফার নোলানের এই ছবি ৷ লস অ্যাঞ্জেলসের শ্রাইন অডিটোরিয়াম এবং এক্সপো হলে অনুষ্ঠিত হয়েছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের 30তম সংস্করণ ৷ হলিউডের সেরা ছবি থেকে সিরিজকে সম্মানিত করা হয় এসএজি অ্যাওয়ার্ডসে ৷ ভারতীয় সময় রবিবার সকালে নেটফ্লিক্সে এসএজি অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচারিত হয়। পুরস্কার প্রদান মঞ্চে উপস্থাপকদের ভূমিকায় দেখা গিয়েছে মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথওয়ে, এমিলি ব্লান্ট এবং বিলি আইলিশকে ।
ব্র্যাডলি কুপার, মারগট রবি, এমা স্টোন, স্টার্লিংকে ব্রাউন এবং অন্যান্য হলিউড তারকাদের উপস্থিতিতে জমে ওঠে এই অ্যাওয়ার্ড শো ৷ দ্য লাস্ট অফ আস-এ তাঁর অভিনয়ের জন্য ড্রামা সিরিজে সেরার পুরস্কার ওঠে পেড্রো পাসক্যালের হাতে ৷ অন্যদিকে তালিকায় থাকা বড় নামেদের পিছনে ফেলে 'ডেভাইন জয় ব়্যান্ডলফ'-এর সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ৷ চলুন একনজরে দেখে নেওয়া যাক কাদের হাতে উঠল এ বছরের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ৷
রইল বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
সিনেমায় সেরার পুরস্কার
- সেরা সিনেমা (মোশন পিকচার)-ওপেনহাইমার
- সেরা অভিনেত্রী-লিলি গ্ল্যাডস্টোন (কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন)
- সেরা অভিনেতা- কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
- সেরা সহকারী অভিনেত্রী- ডেভাইন জয় ব়্যান্ডলফ (দ্য হোল্ডওভার)
- সেরা সহকারী অভিনেতা-রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
- সিনেমায় সেরা অ্যাকশন পারফরম্যান্স - মিশন ইম্পসিবল — ডেড রেকনিং পার্ট ওয়ান