পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সিটাডেল' স্পাই এজেন্ট হয়ে ফিরছেন নাদিয়া, সিরিজ নিয়ে বড় আপডেট দিলেন প্রিয়াঙ্কা - Priyanka Chopra Citadel 2 Series - PRIYANKA CHOPRA CITADEL 2 SERIES

Citadel 2 Series Comming Soon: দেশের নিরাপত্তা রক্ষায় ফের আসছেন স্পাই এজেন্ট মাসন কেন ও নাদিয়া সিং ৷ শুরু হচ্ছে 'সিটাডেল সিজন 2'-এর শুটিং ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷

Citadel 2 Series Comming Soon
প্রিয়াঙ্কা চোপড়া (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 9, 2024, 1:32 PM IST

লসঅ্যাঞ্জেলস, 9 অগস্ট: গত বছর মুক্তি পায় আমেরিকান স্পাই অ্যাকশন থ্রিলার 'সিটাডেল' ৷ জোশ অ্যাপেলবাম, ব্রায়ান ওহ এবং ডেভিড ওয়েইল পরিচালিত এই সিরিজ প্রযোজনা করেছে রুশো ব্রাদার্স ৷ সেই সিরিজ আবারও ফিরতে চলেছে ওটিটির পর্দায় ৷ শুক্রবার সিরিজের শুটিং নিয়ে বড় আপডেট দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের পোস্ট (সোশাল মিডিয়া)

ইন্সটাগ্রামে পিগি চপস একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেই ভিডিয়োয় প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, "সিটাডেলের জন্য নতুন আই কালার ৷ তোমাদের কি মনে হচ্ছে ৷ সিটাডেল প্রাইম প্রিপারেশন ৷ আবার শুরু হচ্ছে ৷" গত বছর এপ্রিলে মুক্তি পায় এই সিরিজ ৷ মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা গিয়েছে রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টুকি ও অ্যাশলেগ কামিংসকে৷ সিরিজে মোট ছ'টি পর্ব আসে সামনে ৷ টানটান গল্প ও অ্যাকশনে সিরিজ ভীষণ জনপ্রিয় হয় ৷ ইংরাজি সিরিজের জনপ্রিয়তা মাথায় রেখেই ঠিক হয় এই সিরিজ আসবে হিন্দিতে ৷

ইন্ডিয়ান ভার্সনে এই সিরিজের নাম রাখা হয়েছে 'সিটাডেল: হানি বানি' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ানকে ৷ হিন্দিতে সিরিজ পরিচালনা করছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে ৷ প্রাইম ভিডিয়োতে সিরিজ স্ট্রিমিং হবে 7 নভেম্বর ৷ প্রসঙ্গত, কিছুদিন আগে প্রিয়াঙ্কা শেষ করেছেন তাঁর আপকামিং ছবি 'দ্য ব্লাফ'-এর শুটিং ৷ এজিবিও স্টুডিয়ো ও অ্যামাজন এমজিএম স্টুডিয়োর ব্যানারে তৈরি হয়েছে এই সিনেমা ৷ পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ই ফ্লোরে ৷

এর আগে প্রিয়াঙ্কা 'দ্য ব্লাফ' ছবির শুটিংয়ের একাধিক ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ বিভিন্ন অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন ৷ সেই ছবিও সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী ৷ আবারও নতুন অ্যাকশন সিরিজের শুটিং শুরু করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ 'সিটাডেল 2' কবে আসে সেই দিকে তাকিয়ে অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details