লস অ্যাঞ্জেলেস, 10 মার্চ: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ হতে চলেছে 96তম বার্ষিক অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান ৷ হলিউডের এই প্রেস্টিজিয়াস পুরস্কারের জন্য এ বার জোডি ফস্টার, এমা স্টোন, রায়ান গসলিং, রবার্ট ডি নিরো, ব্র্যাডলি কুপার এবং রবার্ট ডাউনি জুনিয়রের মতো অভিনেতারা মনোনীতদের তালিকায় রয়েছেন ৷ এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি ৷ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে অস্কারের আয়োজকরা ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে কোনও রকম প্রতিবাদ বা প্রতিরোধের কারণে বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে ৷
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে কর্মরত একজন শীর্ষ নিরাপত্তা আধিকারিক গাজা বিরোধী যুদ্ধের বিষয়ে কথা বলার সময় বলেছেন, "আমরা বিক্ষোভকারীদের সম্পর্কে ভালোভাবে সচেতন, আমাদের কাছে অনেকগুলি ব্যাক-আপ দৃশ্যকল্প রয়েছে যা আমরা প্রয়োজনে দ্রুত সক্রিয় করতে পারি ।" বিক্ষোভকারীরা হলিউড এবং হাইল্যান্ডের চারপাশে একত্রিত হবে বলে আশা করা হচ্ছে । 'গণহত্যার সময় কোনও পুরস্কার নয়' এই বার্তা দিতে প্যালেস্তাইনপন্থী এবং যুদ্ধবিরতির সমর্থক এক গোষ্ঠীর অনুষ্ঠানস্থলের কাছে রবিবার মিলিত হওয়ার কথা রয়েছে ৷
ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্তাইন অ্যান্ড সিজফায়ারের জন্য এসএজি-এফটিআরএ তাদের স্ব-বর্ণিত 'অস্কার সানডে অ্যাকশন' এর আগে এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, "আমরা গাজার নৃশংসতা থেকে মানুষকে মুখ ফিরিয়ে নিতে দেব না । আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিশ্চিত করছি যে কিছু গ্লিটজ এবং গ্ল্যামের জন্য প্যালেস্তাইনকে উপেক্ষা করা হবে না ৷" স্পটলাইট চুরি করা থেকে বিক্ষোভকারীদের থামাতে আয়োজকদের যথাযথ ব্যবস্থা নিচ্ছে । তাদের অভিপ্রায় হল, আগত অংশগ্রহণকারীদের বিক্ষোভকারীদের থেকে দূরে রাখা ।