হায়দরাবাদ, 22 জুলাই:ভারতীয় সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ গল্প বলার ধরন, চিত্রনাট্য, অ্যাকশন সবকিছুর মিশেলে আধুনিক সময়ে দাঁড়িয়ে তিনি উপহার দিয়েছেন ব্লকব্লাস্টার হিট ছবি ৷ এবার তিনিই ডকু-সিরিজের সাবজেক্ট ৷ প্রকাশ্যে এল 'মডার্ন মাস্টার্স: এসএস রাজামৌলি'-র ট্রেলার ৷ ডকুমেন্টারি সিরিজে প্রথম পার্টে তুলে ধরা হবে এসএস রাজামৌলির পরিচালক হয়ে ওঠার কাহিনী ৷ 2 অগস্ট থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই সিরিজ ৷
ট্রেলারে ধরা পড়েছে পরিচালকের কাজের বেশ কিছু ঝলক ৷ যেখানে ট্রেলার শুরুই হচ্ছে পরিচালক রাজামৌলির ব্যাকগ্রাউন্ড ভয়েসে ৷ তিনি বলেন, "আমি আপনাদের দারুণ একটা গল্প বলতে চাই ৷ আমি শুধু চাই মানুষ সিনেমায় বিনিয়োগ করুক ৷" এরপরেই সামনে আসেন তাঁর ছবির অভিনেতা-প্রযোজকরা ৷ দেখা যায় জুনিয়র এনটিআর, রামচরণ, করণ জোহর ও প্রভাসকে ৷ পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁরা শেয়ার করেন এই ডকু সিরিজে ৷