হায়দরাবাদ, 1 জুলাই: বক্সঅফিসে শাহরুখ খানকে টেক্কা প্রভাসের ৷ আয়ের দিকে থেকে 'কল্কি 2898 এডি' পিছনে ফেলল বাদশার ছবিকে ৷ ভাঙল বক্সঅফিস রেকর্ড ৷ নাগ অশ্বিন পরিচালিত মাইথোলজি নির্ভর সাইন্স-ফিকশন ছবিটি মুক্তি পেয়েছে 27 জুন ৷ মুক্তির চার দিনের মাথায় গ্লোবালি 'কল্কি 2898 এডি' আয় করেছে 550 কোটি টাকা ৷ ভারতে মোট আয় 302 কোটি টাকা ৷ তা শাহরুখ খানের জওয়ান ছবির কালেকশনকেও ফেলেছে পিছনে ৷
সোমবার এক্স হ্যান্ডেলে ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ছবির বক্সঅফিস কালেকশন তুলে ধরেছেন ৷ তিনি লেখেন, "প্রথম সপ্তাহে মাত্র চারদিনের মাথায় গ্লোবালি কল্কি 2898 এডি আয় করেছে 550 কোটি টাকা ৷" ভারতে এই ছবির বক্সঅফিস দৌড়ও কম যায় না ৷ রবিবার ছবির ঝুলিতে এসেছে 85 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে ছবির আয় 302 কোটি টাকা ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলির 'জওয়ান' একই সময়ে বক্সঅফিসে আয় করেছিল 286 কোটি টাকা ৷ 2023 সালে কিং খানের 'জওয়ান' ছিল সবথেকে বেশি রোজগার করা ভারতীয় ছবি ৷ সেই জায়গা এবার দখল করে নিল প্রভাসের 'কল্কি 2898 এডি' ৷ ছবির বক্সঅফিসের বিজয় রথ এখনও দৌড়চ্ছে ৷ এই ছবির শুধুমাত্র হিন্দি সংস্করণই প্রথম সপ্তাহে আয় করে ফেলেছে 115 কোটি টাকা ৷