নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আরও পিছিয়ে গেল জুনিয়র এনটিআর-এর ছবি 'দেবারা'র মুক্তি ৷ শুক্রবার নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে, এই ছবির মুক্তি আরও ছ'মাস পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ আজ ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা ৷
শুক্রবার নির্মাতারা জানিয়েছেন যে, দেবারা আগামী 10 অক্টোবর বড় পর্দায় আসতে চলেছে ৷ ভারতের বিস্মৃত উপকূলীয় ভূমিতে তৈরি এই হাই-অক্টেন অ্যাকশন ড্রামা চলতি বছরের 5 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল । তবে সেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুক্রবার জানানো হয়েছে ৷
এ দিন জুনিয়র এনটিআর তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পাতায় ছবি মুক্তির নতুন তারিখ শেয়ার করেছেন ৷ আরআরআর তারকা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, "দেবারা পার্ট ওয়ান 10.10.24 তারিখে মুক্তি পাচ্ছে ৷"
কোরাতলা শিভা পরিচালিত দেবারা একটি প্যান-ইন্ডিয়া ছবি হতে চলেছে ৷ এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর ৷ এই ছবির হাত ধরেই দক্ষিণে অভিষেক করতে চলেছেন শ্রীদেবী-কন্যা ৷
এ ছাড়াও দেবারাতে রয়েছেন সইফ আলি খান । যুবসুধা আর্টস এবং এনটিআর আর্টস দ্বারা প্রযোজিত এবং নন্দামুরি কল্যাণ রাম দ্বারা উপস্থাপিত ছবিটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফকে । 'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর এই ছবির সাফল্য সইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ গত বছর অগস্ট মাসে সইফ আলি খানের জন্মদিনে দেবারায় তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেন জুনিয়র এনটিআর ৷ তিনি সইফের ছবি পোস্ট করে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সইফ স্য়ার ৷ দেবারা ছবির ফার্স্ট লুক ৷" (পিটিআই)
আরও পড়ুন:
- জন্মদিনে প্রকাশ পেল সইফের 'দেবারা' ছবির লুক, শুভেচ্ছা জানালেন করিনা-জুনিয়র এনটিআর
- 'পুষ্পা 2' থেকে 'দেবারা', দেখে নিন চলতি বছর বক্স অফিস কাঁপাতে তৈরি কোন কোন দক্ষিণী ছবি
- প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে