পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফের জুটিতে বরুণ-জাহ্নবী, শেষ হল 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং - Shashank Khaitaan

Varun and Janhvi again reuniting: ধর্মা প্রোডাকশনের ব্যানারে ফের একসঙ্গে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ৷ প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ ৷ শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবি কবে আসছে প্রেক্ষাগৃহে, জানালেন নির্মাতারা ৷

Etv Bharat
ফের জুটিতে বরুণ-জাহ্নবী

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 6:07 PM IST

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি:ভালোবাসার শহর প্যারিসে 'বাওয়াল' করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ৷ প্রেক্ষাগৃহে তা নজরও কাড়ে সিনেপ্রেমীদের ৷ সেই জুটিকে আরও একবার সিনেপর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক শশাঙ্ক খৈতান ৷ ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তির অপেক্ষায় রোম্যান্টিক কমেডি ছবি 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ৷ কবে আসবে প্রেক্ষাগৃহে এই ছবি সোশাল মিডিয়ায় জানালেন প্রযোজক করণ জোহর ৷

অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো শেয়ার করে করণ লিখেছেন, "এই গল্প এক সংস্কারি ও তাঁর ভবিষ্যত কুমারির ৷ বিনোদনে ভরপুর ভালোবাসার এই গল্প আসতে চলেছে বড়পর্দায় ৷ সানি সংস্কারি কি তুলসী কুমারি মুক্তি পেতে চলেছে 2025 সালের 18 এপ্রিল ৷" বরুণ ও জাহ্নবীও এই খবর নিজেদের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ করণ জোহর ও শশাঙ্ক খৈতানের সঙ্গে আবারও কাজ করার খুশি ব্যক্ত করেছেন তারকা জুটি ৷ বরুণ ইন্সটাস্টোরিতে লিখেছেন, "আর অপেক্ষা করতে পারছি না ৷ পরিচালক শশাঙ্ক খৈতানের সেটে ফেরার জন্য অধৈয্য হয়ে পড়েছি ৷ আবার সেই মজাদার দিন ফিরে আসবে ৷"

অন্যদিকে, জাহ্নবী কাপুর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আমাদের সংস্কারি তাঁর কুমারি পাওয়ার জন্য জার্নি শুরু করেছে ৷ বিনোদনমূলক এই ছবি প্রেক্ষাগৃহে খুব শীঘ্রই আসছে ৷" উল্লেখ্য, 2023 সালে 21 জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় বাওয়াল ৷ নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি কুড়িয়ে নেয় অনুরাগীদের প্রশংসা ৷ এর আগে শশাঙ্ক খৈতানের সঙ্গে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ও 'বদ্রীনাথ কি দুলহানিয়া' ছবিতে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ানকে ৷ এই নিয়ে শশাঙ্কের সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন করণের 'স্টুডেন্ট' ৷ অন্যদিকে, শশাঙ্কের হাত ধরেই বলিউডে ডেবিউ করেছিলেন জাহ্নবী ৷ ছবির নাম ছিল 'ধড়ক' ৷ এবার আরও একবার এই জুটি নতুন কী উপহার দেয়, তার অপেক্ষায় দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details