পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দীপবীর থেকে রণলিয়া, ফিল্মের সেটেই প্রেমকাহিনি শুরু এই সেলেব জুটিদের - Reel to Real Life Couples

Valentine's Day 2024: বলিউড ইন্ডাস্ট্রি বেশ কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে অভিনেতারা তাদের সহ-অভিনেতাদের প্রেমে পড়েছেন এবং অবশেষে ডেটিং শুরু করেছেন । রিল লাইফ জুটির প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন রিয়েল লাইফে ৷ ভালোবাসার দিনে নজর রাখব এমনই কয়েকজন সেলেব যুগলের প্রেমকাহিনির দিকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 10:35 AM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: কয়েক দশক ধরে মনোমুগ্ধকর প্রেমের গল্প তৈরি করেছে বলিউড । এই রোমান্টিক গল্পগুলি অনেক ক্ষেত্রেই পর্দার বাইরে গিয়ে বাস্তব জীবনের সম্পর্কে প্রস্ফুটিত হয়েছে । রিল লাইফের রোম্যান্স থেকে রিয়েল লাইফ প্রেমে হাবুডুবু খেয়েছেন তারকারা ৷ আজ ভালোবাসার দিনে এমনই সাত বলিউডি লাভ বার্ডসের গল্প শোনাব, যাঁদের প্রেমের গল্পের পথ চলা শুরু করে ফিল্মের সেট থেকে ৷

1. রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন: বলিউডের এই দম্পতি জনসমক্ষে তাঁদের একে-অপরের প্রতি ভালোবাসার ছবি তুলে ধরার মাধ্যমে ধারাবাহিকভাবে মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে থাকেন । জানা যায়, তাঁদের প্রেমকাহিনির সূত্রপাত সঞ্জয় লীলা বনসালির গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা ছবির শুটিংয়ের সময় । তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে তোলপাড় ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে ৷ যদিও তাঁরা তার পর বেশ কিছুটা সময় তাঁদের সম্পর্ককে সবার থেকে আড়ালে রেখেছিলেন ৷ অবশেষে 2018 সালের ডিসেম্বর মাসে মনমুগ্ধকর লেক কোমোতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের মাধ্যমে তাঁদের চার হাত এক হয় ৷

2. রণবীর কাপুর এবং আলিয়া ভাট: ব্রহ্মাস্ত্রের সেটে একসঙ্গে কাজ করার সময় রণবীর এবং আলিয়ার মধ্যে প্রেমের আগুন জ্বলে ওঠে বলে জানা যায় । ওই ফিল্মেরই একটি ওয়ার্কশপে যাওয়ার জন্য বিমান সফরের সময়ই তাঁদের রোম্যান্সের প্রাথমিক স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করে ৷ অন স্ক্রিন রোম্যান্সের সময়ই তাঁদের একে অপরের প্রতি অনুভূতি আরও গভীর হয় । তবুও, এই যুগল তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন বেশ কিছুদিন । তবে 2022 সালের 14 এপ্রিল রণবীর এবং আলিয়া বান্দ্রায় তাঁদের বাসভবন বাস্তুতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে হয় ঘরোয়া বিয়ের অনুষ্ঠান ৷ আর আজ এই সেলেব দম্পতির কোল আলো করে রয়েছে তাঁদের কন্যা রাহা ৷

3. সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি: অনুমান করা হয় যে, শেরশাহ (2021) এর কাজ শুরু করার পরেই ডেটিং শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি । 2021 সালেই তাঁদের সম্পর্কের বিষয়ে চর্চা শুরু হয়ে গেলেও তাঁদের কেউই বিষয়টি প্রকাশ্যে আনেননি ৷ তবে কফি উইথ করণ সিজন 7-এর সময় অনিচ্ছাতেই কিয়ারা স্বীকার করে নেন যে, তাঁর ও সিদ্ধার্থের সম্পর্কের সম্পর্ক 'ঘনিষ্ঠ বন্ধুদের থেকে বেশি'। এরপর 2023 সালের ফেব্রুয়ারিতে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন ৷

4. করিনা কাপুর এবং সইফ আলি খান: 2008 সালে টশনের সেটে করিনা এবং সইফের প্রেমকাহিনি শুরু হয় ৷ এর পর তা আরও গভীর হয় ওমকারা (2006) এবং এলওসি: কার্গিল (2003) ছবির সেটে ৷ শাহিদ কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে ইতি টানার পর সইফকেই নিজের লাইফ পার্টনার করার সিদ্ধান্ত নেন করিনা ৷ 2004 সালে অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে সইফের । করিনা ও সফিফের প্রেমের গল্প রূপকথার মতো ৷ পতৌদির নবাবের সঙ্গে প্রেমের বাঁধনে আবদ্ধ হন বলিউডের কাপুর পরিবারের কন্যা ৷ 2008 সালে তাঁরা তাঁদের সম্পর্ক জনসমক্ষে প্রকাশ করেন এবং চার বছরের রোম্যান্সের পর, 2012 সালের অক্টোবরে গাঁটছড়া বাঁধেন সইফ ও করিনা ৷ বর্তমানে তাঁদের দুটি ছেলে - তৈমুর ও জাহাঙ্গির ৷ ছোট্ট বয়স থেকেই তাঁরা পাপারাৎজিদের নয়নের মণি ৷

5. তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা: তামান্না এবং বিজয়ের তৈরি একটি রোম্যান্স ভিডিয়ো সবার দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, গোয়াতে একটি নববর্ষের পার্টিতে দু'জনে পরস্পরের ঠোঁটে চুম্বন এঁকে দিচ্ছেন ৷ তাঁরা তাঁদের সমীকরণ মুখ না খুললেও মুম্বইতে তাঁদের প্রায়শই একসঙ্গে দেখা যেত ৷ তামান্না অবশেষে তাঁর নীরবতা ভেঙে স্বীকার করে নেন যে, তাঁদের সম্পর্ক লাস্ট স্টোরিজ 2-এর সেটে শুরু হয়েছিল । অমিত রবিন্দরনাথ শর্মা, কঙ্কনা সেনশর্মা, আর বাল্কি এবং সুজয় ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রটি তাঁদের প্রথম অন-স্ক্রিন জুটির কাজ ছিল ৷

6. রিচা চাড্ডা এবং আলি ফজল: রিচা এবং আলির প্রেমের গল্প শুরু হয় ফুকরে ছবিতে কাজ করার সময় ৷ ক্রমেই তা আরও গভীর হয় । এই দম্পতি প্রাথমিকভাবে 2020 সালে বিয়ের পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু অতিমারির কারণে তাঁদের বিয়ে স্থগিত করতে হয় । তা সত্ত্বেও, তাঁরা সেই সময়ে আইনিভাবে গাঁটছড়া বাঁধেন এবং পরে 2022 সালে বন্ধু ও পরিবারের সঙ্গে বিয়ের সেলিব্রেশন সারেন ৷ বর্তমানে আলি ফজল এবং রিচা চাড্ডা তাঁদের প্রথম সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন । ইনস্টাগ্রামে এই সুখবর জানিয়ে তাঁরা লিখেছেন, "একটি ক্ষুদ্র হৃদস্পন্দন আমাদের বিশ্বের সবচেয়ে উচ্চ শব্দ ।"

7. অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ:অদিতি এবং সিদ্ধার্থ কয়েক বছর ধরে একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন । তাঁদের সম্পর্কের বিষয়ে তাঁরা নীরব থাকলেও, ঘন ঘন তাঁদের সামাজিক মিডিয়া পোস্টগুলি তাঁদের গভীর প্রেমের ইঙ্গিতবাহী ছিল । এই বছরের জানুয়ারিতে অদিতি তাঁদের নতুন বছর উদযাপনের একটি ছবি শেয়ার করেন এবং অবশেষে প্রকাশ্যে তাঁদের ভালোবাসার কথা স্বীকার করেন । এই দম্পতি প্রথম মহাসমুদ্রম চলচ্চিত্রে জুটি বাঁধেন এবং তখন থেকেই তাঁরা প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৷

আরও পড়ুন:

  1. প্রেম দিবসে গুগল শুভেচ্ছা, ভ্যালেনটাইন্স ডে'তে বদলাল ডুডল
  2. প্রেমের মরশুম থেকে সরস্বতী পুজো ও বিয়েবাড়ি, ফুলের দামে হাত পুড়ছে আমজনতার
  3. সরস্বতীর আরাধনার দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

ABOUT THE AUTHOR

...view details