হায়দরাবাদ, 25 জানুয়ারি: ঘোষণার পর থেকেই অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন 'ফাইটার' ছবির মুক্তিকে ঘিরে ৷ সাধারণতন্ত্র দিবসের আগে দেশের বীর যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ প্রেক্ষাগৃহে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের 'ফাইটার' আসতেই কী বলছেন অনুরাগী থেকে ফিল্ম সমালোচকরা?
সকাল 7.30টায় ছিল 'ফাইটার' ছবির প্রথম শো ৷ বিভিন্ন জায়গার প্রেক্ষাগৃহ থেকে দর্শক ও অনুরাগীরা বেড়িয়ো সোশাল মিডিয়ায় জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া ৷ এমনকী, ফিল্ম সমাচোলক তরণ আদর্শও ইতিমধ্যেই ছবি নিয়ে তাঁর রায় জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "এককথায় ফাইটার ব্রিলিয়ান্ট ৷ পাঁচে সাড়ে চার এই ছবিকে ৷ ওয়ার, পাঠানের পর এবার ফাইটার ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দ হ্যাট-ট্রিক করেছেন ৷ আকাশপথে যুদ্ধ, ড্রামা, আবেগ ও দেশাত্মবোধ, কিং সাইজের বিনোদন হিসেবে ফাইটার এসেছে সকলের জন্য ৷ হৃতিকের অভিনয় অসাধারণ ৷"
তিনি আরও লেখেন, "ছবিতে হৃতিক রোশন শো-স্টপার ৷ সততার সঙ্গে তিনি তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলেছেন ৷ অন্যদিকে, অভিনয়ের তুখোড়তা দেখিয়েছেন দীপিকাও ৷ আর অনিল কাপুরও এককথায় অনবদ্য ৷ এছাড়াও যোগ্য সঙ্গত দিয়েছেন করণ সিং গ্রোভার এবং আকাশ ওবেরয় ৷"
পরিচালক তথা অভিনেতা রাকেশ রোশন সোশাল মিডিয়ায় লেখেন, "দেখলাম ৷ ফাইটার বেস্ট ৷ হৃতিক দুর্দান্ত ৷ দীপিকা-অনিল সকলেই অসাধারণ ৷ সকলকে কুর্নিশ ৷" অন্যদিকে অনুরাগীরাও এই ছবিকে ঘিরে দিয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়া ৷ এক অনুরাগী লিখেছেন, "এককথায় মার্ভেলাস ছবি ৷ অ্যাকশন, স্টোরিলাইন এবং অসাধারণ অভিনয়ের পারফেক্ট কম্বিনেশন ৷ অবশ্যই এই ছবি দেখা উচিত ৷" আবার আর এক অনুরাগীর মতে, "ছবি দেখে আমি মুগ্ধ ৷ সাধারণতন্ত্র দিবসের সেরা ছবি ৷"