কলকাতা, 10 ফেব্রুয়ারি: অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি শনিবার সকালে তাঁকে ভরতি করা হয় বেসরকারি হাসপাতালে ৷ এদিন বিকেলে হাসপাতালে তাঁকে দেখতে যান তাঁর সহ-অভিনেত্রী দেবশ্রী রায় ও পরিচালক রাজ চক্রবর্তী ৷ কেমন আছেন অভিনেতা, জানালেন দেবশ্রী-রাজ ৷
হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেত্রী বলেন, "ভালো আছেন, কথা বলেছেন ৷ শুনলাম আজকেই ওনাকে কেবিনে দিয়ে দেবে ৷" পরিচালক রাজ বলেন, "ব্রেনস্ট্রোক নয়, শরীরে শর্করার মাত্রা বেড়ে গিয়েই অসুস্থ হন তিনি। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো।" এমন অবস্থা থাকলে আগামীকালই হাসপাতাল থেকে ছুটি মিলতে পারেন মিঠুন চক্রবর্তীর বলেই জানালেন রাজ।
'শাস্ত্রী' ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জানা যায়, ছবির শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশকিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, শনিবারের রাতটা অভিনেতাকে থাকতে হবে হাসপাতালে ৷ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ পথিকৃৎ বসু পরিচালিত 'শাস্ত্রী' ছবির শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব অভিনেতা।
জানা যায়, শুক্রবার রাত থেকেই শারীরিক সমস্যা দেখা দেয় 'পদ্মবিভূষণে' সম্মানিত মিঠুন চক্রবর্তীর ৷ এরপর শনিবার সকালে বাড়াবাড়ি হলে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসেন ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী। নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে অভিনেতা ভরতি রয়েছেন বলে জানা যায়। এমআরআই রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট স্ট্রোকে আক্রান্ত 'মহাগুরু' ৷
'শাস্ত্রী' ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। ছবিটির প্রযোজনায় রয়েছন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী-সহ আরও অনেককে ৷ দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। 'শাস্ত্রী'র চিত্রনাট্য তৈরি করেছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়।