পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মাত্র উনিশেই থামল জীবন! মৃত্যু 'দঙ্গল' খ্যাত আমিরকন্যার, কারণ ঘিরে ধোঁয়াশা - দঙ্গল খ্যাত আমিরকন্যা

Dangal Actress Death: দঙ্গল ছবিতে ববিতা ফোগতের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট মেয়েটি ৷ শনিবার সকালে থেমে গেল মাত্র 19 বছর বয়সির তরুণ অভিনেত্রীর ৷ কী কারণে তাঁর মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷

মৃত্যু 'দঙ্গল' খ্যাত আমিরকন্যা, কারণ নিয়ে ধোঁয়াশা
Dangal Actress Death

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 4:11 PM IST

Updated : Feb 17, 2024, 4:35 PM IST

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি:ববিতা ফোগত ৷ এই চরিত্রের ছোটবেলার চরিত্রে দঙ্গল ছবিতে অভিনয় করেছিলেন সুহানি ভাটনগর ৷ শনিবার থামল তাঁর জীবন ৷ মাত্র 19 বছর হয়েছিল রিলের ছোট্ট ববিতার ৷ শনিবার দিল্লিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ হরিয়ানার ফরিদাবাদ সেক্টর 17-এর বাসিন্দা ৷ মৃ্ত্যুর কোলে ঢলে পড়ল তরুণ অভিনেত্রী সুহানি ৷ তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

রিলের আমিরকন্যার মৃত্যুর পর, ইনস্টাগ্রামে আমির খান প্রোডাকশন লেখে, "সুহানির মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মা পূজাজি এবং পুরো পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এমন একজন প্রতিভাবান তরুণী, আমাদের দলের সদস্য ও সুহানি ছাড়া দঙ্গল অসম্পূর্ণ থাকত। সুহানি তুমি সবসময় আমাদের হৃদয়ে তারকা হয়ে থাকবে। তুমি শান্তিতে থাক।" প্রসঙ্গত, দঙ্গল ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। তবে তাঁর সে ইচ্ছা অধরাই রয়ে গেল চিরকালের জন্য…। এদিকে সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী সুহানি ভাটনাগর খুব একটা সক্রিয় ছিলেন না। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট 2021 সালের নভেম্বরের ৷ যেখানে কয়েকটি সেলফি পোস্ট করেছিলেন তিনি। 20.9 হাজার অনুসরণকারী রয়েছে তাঁর।

দঙ্গল ছবিটি 2016 সালে মুক্তি পেয়েছিল ৷ ছবিটি ক্রীড়াব্যক্তিত্বের জীবনীমূলক ৷ নীতেশ তিওয়ারি পরিচালিত এবং আমির খান প্রোডাকশনের অধীনে আমির খান এবং কিরণ রাও প্রযোজিত ছবিটি ৷ তারকা কুস্তিগীর মহাবীর সিং ফোগতের চরিত্রে অভিয়ন করেন আমির খান ৷ মেয়ে গীতা এবং ববিতা ফোগতকে কোচ হয়ে কুস্তির প্রশিক্ষণ দেন বাবাই ৷ ছোট্ট গীতার চরিত্রে অভিনয় করেন জাইরা ওয়াসিম এবং সুহানি ভাটনগর ববিতার চরিত্রে অভিনয় করেন।

আরও পড়ুন:

  1. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  2. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে
  3. ছবির প্রিমিয়ারে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, প্রয়াত অভিনেতা রুবেল
Last Updated : Feb 17, 2024, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details