হায়দরাবাদ, 16 ডিসেম্বর: কাউন্ট ডাউন শুরু হতে চলেছে ৷ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর 2025 সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকলে ৷ 2024 সালে একাধিক সম্পর্কে এসেছে দূরত্ব ৷ বিচ্ছেদও হয়েছে ৷ মিউজিক লেজেন্ড এআর রহমান থেকে দক্ষিণী তারকা ধনুশ বা হার্দিক-নাতাশা, চলতি বছর কোন কোন তারকার ঘর ভেঙেছে, দেখে নেওয়া যাক একনজরে ৷
এআর রহমান-সায়রা বানু
অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের বিবাহ বিচ্ছেদের খবরে চমকে যায় দেশ তথা বিশ্ব ৷ 29 বছরের একসঙ্গে পথ চলা থমকে যায় নভেম্বরে ৷ সোশাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন রহমান ৷ 1995 সালে সায়রা বানুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রহমান ৷ খাতিজা, রহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাঁদের ৷ ভারতীয় বিনোদন জগতে রহমানের বিচ্ছেদের খবর হতবাক করে সকলকে ৷
ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত
দক্ষিণী তারকা ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন ৷ 18 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে চলতি বছর ৷ যদিও 2022 সালেই তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন ৷ আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় চলতি বছর ৷ 2004 সালে ধনুশের সঙ্গে বিয়ে হয় রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর ৷ আইনি বিচ্ছেদের পর সোশাল মিডিয়ায় দুজনেই পোস্ট করেন ৷ পাশাপাশি, জানান স্বামী-স্ত্রী হিসাবে আলাদা হলেও দুই সন্তানের বাবা-মা হিসাবে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে যাবেন ৷
এষা দেওল-ভারত তখতানি