হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগেই মিলেছিল সম্মান । এবার তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালেও বাজিমাত করল 'বিজয়ার পরে' । চারটি পুরস্কার গেল এই ছবিটির ঝুলিতে । অভিষেকেই শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেলেন অভিজিৎ শ্রীদাস । তিনি ছাড়াও এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মমতাশঙ্কর, শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রেষ্ঠ সম্পাদক অনিবার্ণ মাইতি ।
এক বৃদ্ধ দম্পতির একাকিত্বের গল্প বলে বিজয়ার পরে । জীবনের সায়াহ্নে এসে কীভাবে অতীতের স্মৃতিতে তাঁরা বিভোর, তাই দেখা গিয়েছে এই সিনেমায় । বাস্তব ও পরাবাস্তবের মেলবন্ধন সিনেমাটিকে অন্যমাত্রা দিয়েছে । সত্যজিৎ রায়ের 'আগন্তুক', 'শাখা প্রশাখা' ও 'গণশত্রুতে' দীপঙ্কর দে ও মমতাশঙ্কর জুটির ম্যাজিক দেখেছিল দর্শক । দীর্ঘ বিরতির পর 2010 সালে ঋতুপর্ণ ঘোষের 'আবহমানে' ফিরলেও তাঁদের সম্পর্ক ছিল আপাত কঠিন । অভিজিতের পরিচালনায় তাঁদের অন্যতম শ্রেষ্ঠ সমীকরণ দেখছে দর্শক । যা এই সিনেমার অন্যতম ভিত্তি । স্বস্তিকা, মীর, বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেতারা চিত্রনাট্যের সম্মান বাড়িয়েছেন ।