পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

5 লক্ষের বিনিময়ে এক ঘণ্টা ! অনুরাগ কাশ্যপের রেটচার্ট দেখে 'থ' নেটপাড়া - Anurag Kashyap - ANURAG KASHYAP

দেখা করতে চাইলেই আগে দিতে হবে টাকা ৷ সোশাল মিডিয়ায় নিজের সময়ের দাম বেঁধে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ রেট চার্ট দেখে থ সকলেই ৷

Etv Bharat
অনুরাগ কাশ্যপের রেটচার্ট

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 1:33 PM IST

হায়দরাবাদ, 23 মার্চ: অদ্ভুত ঘোষণা করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ এবার তাঁর সঙ্গে দেখা করতে গেলে সময় কিনতে হবে টাকা দিয়ে ৷ শনিবার এমনই চমকে দেওয়ার মতো পোস্ট তিনি করেছেন সোশাল মিডিয়ায় ৷ জানিয়েছেন, তিনি চ্যারিটি করতে আসেননি ৷ সকলকে বাজে সময় দিতে দিতে তিনি ক্লান্ত ৷

তিনি লেখেন, "আমি অনেক নতুন মুখকে সুযোগ দিয়ে নিজের সময় নষ্ট করেছি ৷ কাজের পর সেই সম্পর্কের সমাপ্তি খুব খারাপভাবে হয়েছে ৷ তাই এখন থেকে আমি যাঁর-তাঁর সঙ্গে দেখা করে নিজের সময় নষ্ট করতে চাই না ৷ তাঁরা যতই নিজেদেরকে ক্রিয়েটিভ জিনিয়াস মনে করুন না কেন আমি সময় নষ্ট করব না ৷ যদি সময় চান, তাহলে তার দাম দিতে হবে ৷"

এরপর তিনি আরও লেখেন, "এবার থেকে আমার সঙ্গে দেখা করার নিদির্ষ্ট কিছু দাম বা রেট থাকবে ৷ যদি আপনি আমার সঙ্গে 10 থেকে 15 মিনিট দেখা করতে চান, তাহলে আমি চার্জ করব এক লাখ টাকা ৷ আধঘণ্টার জন্য নেব 2 লাখ টাকা ৷ এক ঘণ্টার জন্য নেব 5 লাখ টাকা ৷ এটাই রেট চার্ট ৷"

তারপর তিনি বলেন, "আমি ক্লান্ত একাধিক মানুষের সঙ্গে দেখা করে এবং নিজের সময় নষ্ট করে ৷ যদি আপনি সত্যিই মনে করেন, এই দাম দিতে পারবেন তবেই ফোন করবেন ৷ না হলে... আর অবশ্যই এই দাম দিতে হবে অ্যাডভান্সে ৷" ক্যাপশনে তিনি জানিয়েছেন, আমি যে রেট চার্ট দিয়েছি, সেটা কোনও মজার বিষয় নয় ৷ দয়া করে আমাকে মেসেজ বা ফোন করবেন না ৷ দাম দিলে তবেই সময় পাবেন ৷ আমি কোনও চ্যারিটি করতে আসিনি ৷ পাশাপাশি যে সকল ব্যক্তি শর্টকাট পছন্দ করেন, তাঁদের সঙ্গে কথা বলে আমি ক্লান্ত ৷ তাই এই সিদ্ধান্ত ৷

মূলত, এই পোস্ট আসার পর অনেকেই অনুরাগী অবাক হয়েছেন ৷ প্রশ্নও তুলেছেন ৷ কেউ কেউ পরিচালকের মন্তব্যের সপক্ষে থেকেছেন আবার কটাক্ষও করেছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "আপনি লেজেন্ড ৷ শিল্পের দাম থাকে ৷ আপনি খুব ভালো চিত্রনাট্য লেখেন ৷ সকলেই আপনাকে ভালোবাসে ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "মদ্যপান করার জন্য টাকা নেওয়ার নতুন কৌশল বের করেছেন পরিচালক ৷" তবে এটা কোনও প্রচারমূলক পোস্ট না অন্য কিছু, তা নিয়েও সন্দিহান অনেকেই ৷

আরও পড়ুন

1. ছবির পর্দায় মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী, নাম ভূমিকায় ধনুশ

2.বিজয় দেবেরাকোন্ডাকে চুম্বন শাহিদ কাপুরের, ব্রোম্যান্সের ভিডিয়ো ভাইরাল

3.অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details