পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গণেশ চতুর্থীতে রাধিকাকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজাকে বিশেষ অর্ঘ্য অনন্তের - Ganesh Chaturthi 2024 - GANESH CHATURTHI 2024

Ganesh Chaturthi 2024: বিয়ের পর প্রথম গণেশ পুজোয় মেতে উঠেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট ৷ গণেশ চতুর্থী উপলক্ষ্যে লালবাগচা রাজা ভগবান গণেশকে সোনার মুকুট উপহার দিলেন অনন্ত-রাধিকা ৷ 20 কিলো ওজনের সোনার মুকুটের দাম দেখে অবাক নেটপাড়া ৷ পাশাপাশি, বাড়িতেও আনলেন সিদ্ধিদাতা গণেশকে ৷

lalbaugcha raja
লালবাগচা রাজাকে বিশেষ অর্ঘ্য অনন্তের (ইটিভি ভারত/এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 1:15 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর:প্রত্যেক বছরের মতো এইবারও মুম্বইতে গণেশ উৎসবে মেতে উঠেছে আমজনতা থেকে বলিউড তারকারা ৷ বিয়ের পর প্রথম গণেশ উৎসবে সামিল মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে ও বৌমা, অনন্ত ও রাধিকা মার্চেন্ট আম্বানি ৷ একদিকে যেমন বাড়িতে সিদ্ধিদাতা গণেশকে ধুমধাম করে নিয়ে এলেন ৷ পাশাপাশি, মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা ভগবান গণেশকে উপহার দিলেন 20 কিলো ওজনের সোনার মুকুট ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

রিপোর্ট অনুযায়ী অনন্ত আম্বানিগণেশ চতুর্থী উৎসব উপলক্ষ্যে লালবাগচা রাজাকে 20 কিলো ওজনের সোনার মুকুট উপহার দিয়েছেন শুক্রবার ৷ এইদিনই লালবাগচা রাজার প্রথম ঝলক সামনে আনা হয় ৷ এইদিন সেখানে উপস্থিত ছিলেন অনন্তের সঙ্গে রাধিকা মার্চেন্ট আম্বানি ৷ সুসজ্জিত মুকুটটি প্রস্তুত করতে সময় লেগেছে নাকি পুরো দু'মাস ৷ 20 কিলো ওজনের সোনার মুকুট তৈরিতে আম্বানি পরিবার খরচ করেছে 15 কোটি টাকা ৷ প্রতিবছর লালবাগচা রাজার আশীর্বাদ নিতে বহু তারকা ভিড় করেন ৷ 7 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত লালবাগচা রাজাতে গণেশ উৎসব পালন করা হবে।

অন্যদিকে, বাড়িতেও আম্বানি পরিবার বাজনা বাজিয়ে স্বাগত জানিয়েছেন সিদ্ধিদাতা গণেশকে ৷ অ্যান্টিলিয়াতে আম্বানি পরিবার 'গণপতি বাপ্পা মোরিয়া' জয়ধ্বনির সঙ্গে গজাননকে বাড়িতে নিয়ে আসে ৷ অনন্ত-রাধিকার বিয়ের পর এটা প্রথম গণেশ উৎসব তাঁদের ৷

ফলে কোনও রকম খামতি রাখতে নারাজ পরিবার ৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দেশবাসীকে গনেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন নীতা আম্বানি, মুকেশ আম্বানি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট ৷

ABOUT THE AUTHOR

...view details