হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর:প্রত্যেক বছরের মতো এইবারও মুম্বইতে গণেশ উৎসবে মেতে উঠেছে আমজনতা থেকে বলিউড তারকারা ৷ বিয়ের পর প্রথম গণেশ উৎসবে সামিল মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে ও বৌমা, অনন্ত ও রাধিকা মার্চেন্ট আম্বানি ৷ একদিকে যেমন বাড়িতে সিদ্ধিদাতা গণেশকে ধুমধাম করে নিয়ে এলেন ৷ পাশাপাশি, মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা ভগবান গণেশকে উপহার দিলেন 20 কিলো ওজনের সোনার মুকুট ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
রিপোর্ট অনুযায়ী অনন্ত আম্বানিগণেশ চতুর্থী উৎসব উপলক্ষ্যে লালবাগচা রাজাকে 20 কিলো ওজনের সোনার মুকুট উপহার দিয়েছেন শুক্রবার ৷ এইদিনই লালবাগচা রাজার প্রথম ঝলক সামনে আনা হয় ৷ এইদিন সেখানে উপস্থিত ছিলেন অনন্তের সঙ্গে রাধিকা মার্চেন্ট আম্বানি ৷ সুসজ্জিত মুকুটটি প্রস্তুত করতে সময় লেগেছে নাকি পুরো দু'মাস ৷ 20 কিলো ওজনের সোনার মুকুট তৈরিতে আম্বানি পরিবার খরচ করেছে 15 কোটি টাকা ৷ প্রতিবছর লালবাগচা রাজার আশীর্বাদ নিতে বহু তারকা ভিড় করেন ৷ 7 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত লালবাগচা রাজাতে গণেশ উৎসব পালন করা হবে।