হায়দরাবাদ, 16 জুলাই: ভারতের পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) জুন মাসে 16 মাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, যা গত বছরের জুন মাসের তুলনায় 3.36% বেড়েছে ৷ সাম্প্রতিক সরকারী তথ্য অনুযায়ী, প্রধানত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণেই জুন মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার 16 মাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে ।
জুনের সর্বশেষ পাইকারি মূল্য সূচক (WPI) মুদ্রাস্ফীতির পরিসংখ্যান মে মাসের বার্ষিক বৃদ্ধির চেয়ে 2.61 শতাংশ বেশি ৷ জুনের সর্বশেষ হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) মুদ্রাস্ফীতির চিত্রটি মে মাসের 2.61% বার্ষিক বৃদ্ধির চেয়ে বেশি ৷ সোমবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্য, উৎপাদিত পণ্য এবং প্রাথমিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে ভারতের পাইকারি মূল্যস্ফীতি জুনে 16 মাসের সর্বোচ্চ 3.36%-এ পৌঁছেছে।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বছরে 8.68 শতাংশ বেড়েছে ৷ পরিসংখ্যান বলছে, শাক-সবজি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম গত বছরের মে মাসের (7.4 শতাংশ বৃদ্ধি) তুলনায় এই বছরে বেশ কিছুটা (8.68 শতাংশ) বেড়েছে ৷ সবজির দাম মে মাসের তুলনায় 6.34 শতাংশ বেড়েছে ।