নয়াদিল্লি, 18 অক্টোবর:EPFO মাঝে মাঝে গ্রাহকদের সুবিধার জন্য নিয়মে কিছু পরিবর্তন আনে । যাতে কর্মীদের কোনও ধরণের সমস্যায় পড়তে না হয় ৷ বেশিরভাগ চাকুরিজীবী প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে একটি নির্দিষ্ট বেতন জমা করেন ।
EPFO-তে জমা করা টাকা অবসর গ্রহণের পরে তোলা যায় ৷ যদিও আপনি প্রয়োজনে সহজেই EPFO থেকে টাকা তুলতে পারেন । তবে জমা টাকার কত শতাংশ আপনি তুলতে পারবেন, তার সীমা নির্ধারণ করা থাকে । আপনি যদি EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কথাও ভাবছেন, তবে সম্প্রতি, EPFO টাকা তোলার নিয়ম সংশোধন করেছে ৷ জেনে নিন নতুন এই নিয়ম ৷
EPFO থেকে টাকা তোলার নতুন নিয়ম:
প্রভিডেন্ট ফান্ড থেকে আংশিক টাকা তোলার জন্য EPFO সদস্যকে প্রথমে অনলাইনে আবেদন করতে হয় । শুধুমাত্র শিক্ষা, বাড়ি ক্রয় বা নির্মাণ অথবা বিবাহের নির্ধারিত সময়ের আগে এই টাকা তোলা যেতে পারে ।
EPFO-এর নতুন নিয়ম অনুসারে কোনও ব্যাক্তি অবসর নেওয়ার 1 বছর আগে তাঁর জমানো টাকার 90 শতাংশ পর্যন্ত তুলতে পারেন । তবে 90% শতাংশ টাকা তোলার জন্য বয়স 54 বছরের বেশি হতে হবে।
বর্তমান সময়ে অনেক কোম্পানিতে ছাঁটাই দেখা যাচ্ছে । এ অবস্থায় ইপিএফও-র নিয়ম অনুসারে, যদি ছাঁটাই হয় এবং অবসর নেওয়ার আগে কর্মচারী বেকার হয়ে যায়, তবে তিনি ইপিএফ তহবিল থেকে টাকা তুলতে পারবেন ।